• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯

শোবিজ

 ‘একজন অভিনেত্রীকে বহুমুখী চরিত্রে দক্ষ হওয়া জরুরি’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৬ নভেম্বর ২০১৯

পিরোজপুরের মেয়ে জান্নাতুল ফেরদৌস ঐশী ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’র খেতাব জিতে ব্যাপক পরিচিতি পেয়েছেন। গত বছর ‘মিস ওয়ার্ল্ড’র চূড়ান্ত পর্বে ‘সেরা ৩০’-এ জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছিলেন বাংলাদেশের প্রতিনিধিত্ব করা এই সুন্দরী। ইংরেজি ভাষায় দক্ষতা যাচাইয়ের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত পরীক্ষা (আইইএলটিএস) দিতেই ঢাকায় আসা। ভেবেছিলেন এই কোর্স করে বিদেশে গিয়ে উচ্চশিক্ষা নেবেন। কিন্তু ভাগ্যের চাকা অন্যদিকে ঘুরে যায়। হয়ে যান ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’!

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হওয়ার পর ঐশীর জীবনের সবকিছু বদলে যায়। তারপর তিনি হেঁটেছেন স্বপ্ন রথে। সে কারণে লেখাপড়ায় কিছুটা ঘাটতি হয়। এবার কাজের চাপ কমিয়ে লেখাপড়ায় মনোযোগ দিয়েছেন এই নবীন তারকা। ঐশী জানান, সেপ্টেম্বর মাসে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে পরিবেশ বিজ্ঞানে ভর্তি হয়েছি।

তিনি বলেন, ‘লেখাপড়ায় একটা গ্যাপ হয়ে গিয়েলো, এখন পড়ালেখায় মনোযোগ দিয়েছি। নিয়মিত ক্লাস করছি। কাজের চাপ তুলনামূলক কমিয়েছি। এর ফাঁকে বিভিন্ন নতুন কাজের মিটিং করছি, এবারের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ বিজয়ী তোরসাকে গ্রুমিং করাচ্ছি। তবে এরমধ্যে বার্জার পেইন্টের একটা ডকুমেন্টারিতে কাজ করলাম। আরও নতুন কাজের কথাবার্তা চলছে।’

ঐশীর হাতে রয়েছে দুটি সিনেমা। একটি ‘মিশন এক্সট্রিম’ এবং অন্যটি ‘আদম’। তিনি বললেন, মিশন এক্সট্রিমের ডাবিং বাকি। নভেম্বর মাসেই শেষ হওয়ার কথা রয়েছে। আরেক ছবি ‘আদম’-এর প্রথম লটের কাজ শেষ করেছি। দ্বিতীয় লটে আমার কাজ নেই। শেষের দিকে আবার যোগ দিব। এই ফ্রি সময়টাকে লেখাপড়ার দিকেই পুরোপুরি মনোযোগ রেখেছি।

আলোচিত ‘ঢাকা অ্যাটাক’র পর ‘মিশন এক্সট্রিম’ দেশের দ্বিতীয় পুলিশ অ্যাকশন-থ্রিলার সিনেমা। এতে কাজের অভিজ্ঞতা কেমন জানতে চাইলে এ তারকা বলেন,‘এটি আমার প্রথম সিনেমা। নিজের সবটুকু দিয়ে আমি কাজটি করেছি। সিনেমার পরিচালক সানী সানোয়ার ভাই ও ফয়সাল আহমেদ ভাইসহ পুরো টিম আমাকে অনেক সাপোর্ট করেছেন। যেহেতু আমি নতুন, তাই অনেক কিছু আগে জানতাম না। যা আমি উনাদের কাছ থেকে শিখতে পেরেছি। বড় আয়োজনের সিনেমা হওয়ায় কাজ করতে গিয়ে অনেক পরিশ্রম করতে হয়েছে। আমার বিশ্বাস দর্শকদের জন্য আরো একটি চমৎকার সিনেমা অপেক্ষা করছে।’

‘মিশন এক্সট্রিম’-এ শহরকেন্দ্রিক আর ‘আদম’-এ গ্রামকেন্দ্রিক চরিত্রে কাজ করছেন ঐশী। দুই ধরনের চরিত্র সম্পর্কে ঐশী বলেন, ‘এটা আসলে আমার জন্য শিক্ষার একটা মাধ্যম ছিল। দুটি চরিত্রই খুব ভালো। চেষ্টা করেছি যখন যে চরিত্রে কাজ করেছি, তখন সে চরিত্রের মতোই হয়ে যেতে। তবে শুটিংয়ের আগে চরিত্র নিয়ে অনেক ভেবেছি, চরিত্রটির সঙ্গে মেলে এমন মানুষের সঙ্গেও কথা বলে শেখার চেষ্টা করেছি। আমি মনে করি, একজন অভিনেত্রীকে বহুমুখী চরিত্রে দক্ষ হওয়া জরুরি। তাই সব ধরনের চরিত্রে রূপদান করতে চাই।’

কাজ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ঐশী বলেন, ‘সুযোগ, মনের মতো গল্প, চরিত্র ও আয়োজন পেলে কাজ করবো। আর অভিনয়ে নিজেকে দক্ষ করে তোলার যতো সুযোগ পাবো, সব লুফে নেবো।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads