• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯

শোবিজ

হানিমুনে সাবিলা নূর

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৮ নভেম্বর ২০১৯

সম্প্রতি বিয়ে করেছেন এই সময়ের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। পাত্রের নাম নেহাল সুনন্দ তাহের। গত ২৫ অক্টোবর বিয়ে হয় তাদের। নেহাল সুনন্দ তাহের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে কর্মরত। শোনা যায়, অনেক দিন থেকেই নেহালের সঙ্গে মন দেওয়া-নেওয়া ছিল তার।

বিয়ের পরেই সবাই ভাবেন হানিমুনের আয়োজন নিয়ে। অবশেষে কয়েকদিন আগে হানিমুনে মধুর সময় কাটাতে ইন্দোনেশিয়ার বালিতে গেছেন সাবিলা-সুনন্দ। সেখানে দারুণ একটি রিসোর্টে সময় কাটাচ্ছেন এই নতুন দম্পতি। সাবিলা নূর নিজেই ইনস্টাগ্রামে সেই রিসোর্ট থেকে ছবি ও ভিডিও পোস্ট করেছেন। তার পোস্ট করা ছবি ও ভিডিও দেখে অনেকেই শুভকামনা জানাচ্ছেন তাদের। সাবিলার এক ভক্ত লিখেছেন, অসাধারণ লাগছে আপনাকে। আরেক নেটিজেন লেখেন, চেনাই যাচ্ছে না।

ভিন্নধারার অভিনয় আর ভিন্নধারার চরিত্র- এ দুটি বিষয়ে কখনো ছাড় দেন না বর্তমান সময়ের জনপ্রিয় তারকা সাবিলা নূর। তাই তো তার নাটকে অন্যান্য নাটকের মতো একঘেমি নেই। শুরু থেকেই নানামুখী চরিত্রে দর্শকের মননে আলাদা জায়গা করে নিয়েছেন তিনি। এবারের কোরবানি ঈদেও পাওয়া গেছে তার রেশ। ব্যতিক্রম সব নাটকে দেখা গেছে তাকে। গেল একটি বছর সাবিলাকে অতিরিক্ত নাটকে দেখা যায়নি। কাজ করেছেন গুনে-বেছে। ফলে এসব নাটকের শ্রম তার বিফলে যায়নি।

সাবিলা অভিনীত সাম্প্রতিক সময়ের নাটকগুলো দেখলেই তার অভিনয়ের গভীরতার আন্দাজ করা যায়। উদাহরণ দিয়ে বলা যেতে পারে বেটার হাফ, ছ্যাঁকা খেয়ে ব্যাঁকা, জোকার জসিম ও টোটাল রিলোডেড নাটকগুলো। এ ছাড়া কাজল আরেফিন অমির ‘দ্য টেইলর’ নাটকটি সাবিলার ক্যারিয়ারে অন্যতম চ্যালেঞ্জিং একটি কাজ ছিল বলে নিজেও স্বীকার করেছেন। শহুরে দস্যি মেয়ে কিংবা মধ্যবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে সাবিলাকে সবাই চেনে। ভূতের চরিত্রে সাবলীল এ তারকা। পরিণত চরিত্রে নিজেকে উপস্থাপনা করা সাবিলার একটা অভ্যাস হয়ে গেছে। একথায় নতুন গল্প যেখানে, সাবিলা সেখানে। এত গেল ছোটপর্দার গল্পসল্প। কিন্তু বড়পর্দা! সেখানেও একই দশা।

‘নূর’ শব্দের অর্থ ‘জ্যোতি’। বাংলা অভিধান তা-ই বলছে। ২০১৪ সাল থেকেই সাবিলা নূর নাট্যাঙ্গনে নিজের অভিনয়শৈলীর জ্যোতি ছড়িয়ে দর্শক হূদয়ে পাকাপোক্ত অবস্থান করে নিয়েছেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে- ‘ইউ টার্ন’, ‘মাঙ্কি বিজনেস’, ‘কল্পনার ঘর’, ‘কেমিস্ট্রি’, ‘টিন টিন’, ‘মাস্তি আনলিমিটেড’, ‘শত ডানার প্রজাপতি’, ‘চুপ’, ‘সনাতন কাব্য’, ‘বুলেট প্রফ ম্যারেজ’, ‘ক্রস কানেকশন’, ‘মিসফায়ার’, ‘জোনাকির আলো’, ‘খন্দকার সাহেব’, ‘ভালোবাসার ভূত ও ভবিষ্যৎ’, ‘থ্রি ফ্রেন্ডস’, ‘হেল মেট’, ‘এমএমএস’, ‘টুগেদার’, ‘ক্ষরণ’ ‘প্রতিশোধ’, ‘অপরাজিতা তুমি’, ‘জল কলঙ্ক’ ‘সাইরেন’, ‘লাভ অ্যান্ড কোম্পানি’, ‘সমাপ্তি’, ‘পাষাণ ইজ ব্যাক’, ‘যা কিছু ঘটে’, ‘মেঘ এনেছি ভেজা’, ‘যেমন খুশি তেমন সাজো’ ইত্যাদি। এছাড়া উপস্থাপনায়ও সাবিলা মুগ্ধতা ছড়িয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads