• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯

শোবিজ

রুনা লায়লাকে উৎসর্গ করে লুইপার ‘বাংলার গান’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২২ নভেম্বর ২০১৯

উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লাকে এই প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপা তার সংগীত জীবনের আদর্শ এবং সর্বোচ্চ অনুপ্রেরণা হিসেবে নিয়েই ছোটবেলা থেকে এখন পর্যন্ত এগিয়ে চলেছেন। তাই তার গানের অনুভবে, চিন্তায় যেন রুনা লায়লারই বসবাস। সংগীতে লুইপা নিজেকেও গড়ে তুলেছেন এমনভাবে যেন তার গায়কি একটি সময়ে এসে শ্রোতা সমাদৃত হয়, দেশের কিংবদন্তি শিল্পীরাও যেন তার গান শুনে মুগ্ধ হন। সেই সৌভাগ্যও যেন একসময় ধরা দিল সেই তার আদর্শ রুনা লায়লার কাছেই। কয়েক বছর আগে লুইপা উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী, অভিনেত্রী বেগম আখতারের ‘জোছনা করেছে আঁড়ি’ গানটি কাভার সং হিসেবে গান। সেই গানে লুইপার গায়কির প্রশংসা করেন রুনা লায়লা। লুইপা যেন আরো অনুপ্রাণিত হন। নিজেকে সেই প্রিয় মানুষ রুনা লায়লার আদর্শকে মাথায় রেখে এগিয়ে যান। একসময় রুনা লায়লার সুরেও গান করার সৌভাগ্য যেন ধরা দিল।

গাজী মাজহারুল আনোয়ারের কথায় রুনা লায়লার সুরে রাজা কাশেফের সংগীতায়োজনে লুইপা একটি গানেও কণ্ঠ দেন। কিন্তু এবারের প্রসঙ্গটা একেবারেই ভিন্ন।

গেল ১৭ নভেম্বর ছিল রুনা লায়লার জন্মদিন। ইচ্ছে ছিল লুইপার সেদিন কিছুটা সময় রুনা লায়লার সান্নিধ্যে থাকার। কিন্তু দিনটিতে তার স্টেজ শো থাকায় তিনি আর সেদিন কোনোভাবেই তার কাছে যেতে পারেননি। জন্মদিন চলে গেছে চারদিন।

কিন্তু জন্মদিনের পঞ্চম দিনে লুইপা রুনা লায়লাকে উৎসর্গ করে তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আজ বাংলা টিভিতে রাত ১১টা ৩০ মিনিটে ‘বাংলার গান’ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন। গেল ১৬ নভেম্বর ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় রুনা লায়লার সুরে কবির বকুলের কথায় ও রাজা কাশেফের মিউজিক অ্যারেঞ্জমেন্টে রুনা লায়লার গাওয়া ‘ফেরাতে পারিনি’ গানটি। এই গানটি দিয়েই লুইপা আজ ‘বাংলার গান’ অনুষ্ঠানটি শুরু করবেন বলে নিশ্চিত করেছেন লুইপা। এরপর পুরো অনুষ্ঠানেই লুইপা গাইবেন রুনা লায়লার গাওয়া জনপ্রিয় গানগুলো।

জিনিয়া জাফরিন লুইপা বলেন, ‘শ্রদ্ধেয় রুনা ম্যাডামের প্রকাশিত নতুন গান ফেরাতে পারিনি গানটি এত বেশি সুন্দর যে আমি গানটি যতবারই শুনি ততবারই আমার মনে হয়েছে এত সুন্দর গান আমি এই জীবনে আর কখনোই শুনিনি। তাই আজকের সরাসরি অনুষ্ঠানে এই গানটি গাইবার লোভ সামলাতে পারিনি। রুনা ম্যাডামের প্রতি শ্রদ্ধা জানিয়ে গানটি গাইবো। আমি ভীষণ গর্ববোধও করছি যে আমার মতো অতি সাধারণ একজন শিল্পী মহান শিল্পী রুনা ম্যাডামের সুরে একটি গান গাইতে পেরেছি। সবমিলিয়েই কেমন করে যেন আমার জীবনে তিনি সম্পৃক্ত হয়ে আছেন, এটা আল্লাহর অশেষ রহমত। আজকের অনুষ্ঠানের ভুল ত্রটি যেন ম্যাডাম ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন।’

লুইপা বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন ‘ফেরাতে পারিনি’ গানটির গীতিকার কবির বকুল, প্রযোজনা সংস্থার কর্ণধার ধ্রুব গুহ ও গানটির মিউজিক অ্যারেঞ্জোর রাজা কাশেফকে।  কারণ তাদের সবার আন্তরিক সহযোগিতাতেই ‘ফেরাতে পারিনি’ গানটি হয়ে উঠেছে অনবদ্য, অনন্য। সেই সাথে বাংলা টিভিকে এমন একটি সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন লুইপা। উল্লেখ্য, বাংলার গান প্রযোজনা করছেন শাওন রায় চৌধুরী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads