• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
ধারাবাহিক নাটকে ব্যস্ত হুমায়রা হিমু

ছবি : সংগ‍ৃহীত

শোবিজ

ধারাবাহিক নাটকে ব্যস্ত হুমায়রা হিমু

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৬ নভেম্বর ২০১৯

টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু। একটা সময় কমেডি নাটকে তাকে বেশি দেখা যেত। কিন্তু এখন শুধু কমেডি নাটকেই নিজেকে বন্দি রাখেননি। অ্যকাশন-কমেডি দু’ধরনের গল্পের নাটকে তাকে পাওয়া যায়। ছোটপর্দার পরিচিত মুখ হুমায়রা হিমু। টিভি খুললেই যেন দেখা মেলে তার। বিভিন্ন চ্যানেলে তার অভিনীত কয়েকটি ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে। টিভি পর্দায় এখন নিয়মিত হলেও শুরুর দিকে মঞ্চেও কাজ করেছেন। দীর্ঘ এক দশক পর ফের মঞ্চে অভিনয় করতে যাচ্ছেন তিনি।

নতুনভাবে মঞ্চে ফেরা নিয়ে হিমু বলেন, ‘২০০৮ সালে জামাল উদ্দিন হোসেনের নির্দেশনায় ‘খাঁচার ভিতর অচীন পাখি’ নাটকে মঞ্চে অভিনয় করেছিলাম। এরপর টিভি নাটকে এত বেশি ব্যস্ত হয়ে পড়ি যে মঞ্চে সময় দেওয়া কঠিনই হয়ে পড়ে। এখন টিভি নাটকে নিজেকে স্থিতিশীল একটি অবস্থানে নিয়ে আসতে পেরেছি। নিজের মতো সময়ও ম্যানেজ করা যায়। তাই ভাবছি টিভি নাটকের পাশাপাশি মঞ্চেও অভিনয় করব। এ জন্য শিগগিরই কোনো একটি দলে নিজেকে যুক্ত করব।’

বর্তমানে হিমু অভিনয় করছেন অনেকগুলো নাটকে। ধারাবাহিক নাটকের মধ্যে ‘লাইফ পার্টনার’-এ শুটিংয়ে ব্যস্ত এ তারকা। এ ছাড়া বিভিন্ন চ্যানেলে হিমুর কয়েকটি ধারাবাহিক প্রচারিত হচ্ছে। এছাড়া কায়সার আহমেদের ‘বকুলপুর’, সাজ্জাদ হোসেন দোদুলের ‘ছায়াবিবি’, জাহাঙ্গীর আলম সুমনের ‘ডিবি’সহ বেশ কয়েকটি ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছেন এ তারকা।

একক নাটকের চেয়ে ধারাবাহিক নাটকেই বেশি অভিনয় করেন হিমু। ধারাবাহিকের জন্য একক নাটকে সময় দিতে পারেন না। ধারাবাহিক নাটকের প্রতিই হিমুর আলাদা আগ্রহটা বেশি। আর ধারাবাহিক নাটকে কাজের অনেক সুবিধাও আছে বলে মনে করেন ।

সব সময় একই ধরনের চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন না হিমু। তিনি মনে করেন অভিনয়ে বৈচিত্র্য আনতে একজন তারকার বিভিন্ন চরিত্রে অভিনয় করা জরুরি। হিমু বলেন, ‘ভিন্নধারার চরিত্রে অভিনয় করতে ভালো লাগে সব সময়। কখনো কমেডি, কখনো অ্যাকশন আবার কখনো সিরিয়াস। এরকম সব ধরনের চরিত্র, এক কথায় অভিনয়ে বৈচিত্র্য নিয়ে আসে, এমন নাটক ও চলচ্চিত্রে কাজ করতে চাই। ‘আমার বন্ধু রাশেদ’ চলচ্চিত্রের পর বেশ কয়েকটি চলচ্চিত্রের প্রস্তাব পাই। কিন্তু সেরকম ভিন্ন কোনো চরিত্র না পাওয়ায় চলচ্চিত্রে আর কাজ করা হয়নি। এদিকে বাণিজ্যিক ছবিতে কাজ করার ইচ্ছাও নেই। যদি একেবারেই নতুন কোনো গল্প ও চরিত্র পাই, তাহলে ভেবে দেখব।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads