• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯

শোবিজ

শুভেচ্ছাদূত হলেন বিপাশা হায়াত

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৩ ডিসেম্বর ২০১৯

দীর্ঘদিন ধরে শিশুদের জন্য কাজ করে যাচ্ছেন অভিনেত্রী-নির্মাতা বিপাশা হায়াত। এবার আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেনের শুভেচ্ছাদূত হলেন এই তারকা। ১ ডিসেম্বর সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের কান্ট্রি অফিসে চুক্তি স্বাক্ষর হয়।

বিষয়টি নিশ্চিত করেছে সেভ দ্য চিলড্রেন। প্রতিষ্ঠানের ৫০ বছর পূর্ণ হওয়ার প্রাক্কালে এই সংস্থার শুভেচ্ছাদূত হিসেবে যোগ দিলেন বিপাশা হায়াত। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি, বিখ্যাত অভিনেত্রী, নাট্যকার ও চিত্রশিল্পী বিপাশা হায়াত আমাদের শুভেচ্ছাদূত হয়েছেন। তিনি আমাদের সঙ্গে শিশুর অধিকার নিশ্চিত, শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধের বিষয়ে সচেতনতার জন্য কাজ করবেন।’

এদিকে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আগে বিপাশা হায়াত নগরীর মুগদায় সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের চাইল্ড প্রটেকশন সেক্টরের ‘স্টপ টলারেটিং ভায়োলেন্স অ্যাগেইনেস্ট চিলড্রেন’ প্রকল্প ঘুরে দেখেন এবং শিশুদের সঙ্গে সময় কাটান। জানান, নিয়মিতই শিশুদের জন্য কাজ করে যেতে চান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads