• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

শোবিজ

তিন চলচ্চিত্রে পূর্ণিমা বৃষ্টি

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৩ ডিসেম্বর ২০১৯

নতুনদের মধ্যে ভালো ভালো কাজ করে খুব অল্প সময়ে দর্শক এবং নির্মাতাদের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছেন নারায়ণগঞ্জের মেয়ে পূর্ণিমা বৃষ্টি। প্রায় চল্লিশটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পাশাপাশি অনেক নাটক এবং মিউজিক ভিডিওতে কাজ করেও প্রশংসিত হয়েছেন। এরই মধ্যে তিনটি সিনেমার কাজও শেষ করেছেন পূর্ণিমা বৃষ্টি। তার অভিনীত প্রথম সিনেমা প্রসূণ রহমান পরিচালিত ‘ঢাকা ড্রিম’। এই সিনেমা দশটি ভিন্ন গল্প নিয়ে নির্মিত হয়েছে। দশটি গল্পের একটি গল্পের কেন্দ্রীয় চরিত্র পারুল। সেই পারুল চরিত্রেই অভিনয় করেছেন পূর্ণিমা বৃষ্টি।

এছাড়া আন্তর্জাতিক উৎসবে প্রদর্শনের জন্য আরো দুটি সিনেমায় অভিনয় করেছেন। একটি মধুসূদন মিহির চক্রবর্তীর ‘কলঙ্ক’ এবং অন্যটি অনিক রহমানের ‘বুমেরাং’। পূর্ণিমা বৃষ্টি অনেক বেশি আশা ‘ঢাকা ড্রিম’র পারুল চরিত্রটি নিয়ে। চরিত্রটিকে প্রাণবন্ত করে তোলার জন্য ময়মনসিংহে যেতে হয়েছিল শুটিং করতে। সেখানে অনেক কষ্ট করে শ্রম দিয়ে শুটিং করেছেন। পূর্ণিমা বৃষ্টি একজন ভালো অভিনেত্রী হিসেবে দর্শকের ভালোবাসা পেতে চান।

তিনি বলেন, ‘প্রথমত আমি একজন ভালো মানুষ হতে চাই। যেহেতু বলা যায় অভিনয়ই এখন আমার পেশা, তাই একজন ভালো অভিনেত্রী হতে চাই, যাতে দর্শক আমার অভিনয়ের প্রশংসা করেন। দর্শকের ভালোবাসা নিয়েই আগামীর পথে এগিয়ে যেতে চাই। আমার ভীষণ ভালো লাগে শ্রদ্ধেয় সুবর্ণা মুস্তাফা, জয়া আহসান এবং বিপাশা হায়াতের অভিনয়। ভালো লাগে সালমান শাহ, অমিতাভ বচ্চনের অভিনয়। জীবনের শেষ বয়সে শ্রদ্ধেয় দিলারা জামানের মতো একজন ব্যক্তিত্বসম্পন্ন শিল্পীতে নিজেকে পরিণত করতে চাই।’

পূর্ণিমা বৃষ্টির জন্ম ২৭ অক্টোবর নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে। নারায়ণগঞ্জের তোলারাম কলেজ থেকেই তিনি বাংলা সাহিতে স্নাতক সম্পন্ন করেছেন। ২০১৪ সালে ‘রঙ’র আয়োজনে ‘সারদ সাজে রঙের দিদি’ প্রতিযোগিতায় সৌমিক দাসের হাত ধরে মিডিয়ায় পূর্ণিমা বৃষ্টির অভিষেক। এই প্রতিযোগিতায় তিনি প্রথম হয়েছিলেন। পূর্ণিমা বৃষ্টি প্রসঙ্গে সৌমিক দাস বলেন, ‘আমি বা আমরা শুধু একটি সুযোগ দিয়ে থাকি। বাকিটা যা করার তার নিজেকেই নিজের মেধা দিয়ে করে নিতে হয়। পূর্ণিমা বৃষ্টির ক্ষেত্রেও তা-ই হয়েছে।’

পূর্ণিমা নাটকেও নিয়মিত অভিনয় করছেন। বর্তমানে তিনি মোস্তফা কামাল রাজের নতুন ধারাবাহিক ‘বিবাহ অ্যাটাক’-এ নিয়মিত কাজ করছেন। এছাড়া তিনি অভিনয় করছেন ফরিদুল হাসানের ‘সুলতান ভাই’ ধারাবাহিকে। এরই মধ্যে বেলাল খানের তিনটি গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন। যার মধ্যে প্রকাশিত ‘কী করে ভুলি তোমায়’ গানটি সতেরো লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। শরাফ আহমেদ জীবনের নির্দেশনায় প্রথম বার্জারের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। এরপর আরো প্রায় চল্লিশটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads