• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
প্রথম একসঙ্গে সুইটি, দীপা ও মৌ

ফাইল ছবি

শোবিজ

প্রথম একসঙ্গে সুইটি, দীপা ও মৌ

  • প্রকাশিত ০৪ ডিসেম্বর ২০১৯

জনপ্রিয় অভিনেত্রী তানভীন সুইটির সঙ্গে অভিনেত্রী দীপা খন্দকার ও তাহমিনা সুলতানা মৌর সম্পর্কটা পারিবারিক। তারা তিনজনই একে-অন্যের পারিবারিক অনুষ্ঠানে সব সময়ই অংশ নেওয়ার চেষ্টা করেন। তবে এবারই প্রথম তারা একসঙ্গে একই নাটকে অভিনয় করেছেন। বাংলাদেশ টেলিভিশনে আগামী বিজয় দিবসে প্রচারের জন্য বিজয় দিবসের বিশেষ নাটক ‘মেঘ ভাঙা রোদ’ নাটকে অভিনয় করেছেন। নাটকটির গল্প লিখেছেন ড. ইনামুল হক। এরই মধ্যে রাজধানীর উত্তরা, বিটিভিসহ বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে, ‘মেঘ ভাঙা রোদ নাটকটির গল্প দর্শকের ভালো লাগবে। কারণ এই নাটকের গল্পটা স্বাধীনতার সময়ের প্রেক্ষাপট এবং এই সময়ের প্রেক্ষাপটের গল্প। ইনাম স্যারের গল্পে এর আগেও অভিনয় করেছি। তিনি অনেক যত্ন নিয়ে গল্প রচনা করেন। যে কারণে গল্পের ভেতরটা অনুভব করে আমরা আমাদের চরিত্রগুলো ফুটিয়ে তুলতে পেরেছি অনায়াসে। আর এই নাটকে একসঙ্গে তিনজন-আমি দীপা ও মৌ অভিনয় করেছি। যে কারণে সময়টাও দারুণ উপভোগ করেছি।’

দীপা খন্দকার বলেন, ‘সুইটি আপু ও মৌর সঙ্গে সব সময়ই আমার সময়টা দারুণ কাটে। একসঙ্গে আমরা একই নাটকের শুটিং করেছি বেশ ভালো লাগা নিয়ে। ইনাম স্যারের কাছে এর আগেও মুক্তিযুদ্ধের গল্প শুনেছি। এবার তার লেখা মুক্তিযদ্ধের নাটকে অভিনয় করেছি। যে কারণে বেশ ভালো লেগেছে। সবচেয়ে বড় কথা, অনেক বড় একটি টিম কাজ করেছে এই নাটকটি নির্মাণের নেপথ্যে। যে কারণে কাজটি অনেক ভালো হয়েছে। আশা করছি নাটকটি দর্শকের ভালো লাগবে।’

তাহমিনা সুলতানা মৌ বলেন, ‘গল্পের প্রয়োজনে আমাদের সবারই গেটআপে বেশ পরিবর্তন আনতে হয়েছে। গল্পে সময়ের পরিবর্তনটা তুলে ধরা হয়েছে চমৎকারভাবে। আমার দুজন প্রিয় মানুষ সুইটি আপু ও দীপা আপুর সঙ্গে একই নাটকে অবশেষে কাজ করা হয়ে উঠল এবং একটি বিশেষ দিবসের নাটকে। এটা আমার কাছে প্রথম ভালো লাগা। আর ইনাম স্যারের গল্পে অভিনয় করেছি এটাও আমার অনেক ভালো লাগার বিষয়। সত্যি বলতে কি একটি চমৎকার ইউনিটে কাজ করেছি আমরা। যে কারণে কাজটিও অনেক ভালো হয়েছে।’

‘মেঘ ভাঙা রোদ’ নাটকটি প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা। নাটকে আরো অভিনয় করেছেন এস এম মোহসীন, সমু চৌধুরী, আদনান ফারুক হিল্লোল, সাব্বির আহমেদসহ আরো অনেকেই। এদিকে তানভীন সুইটি অভিনীত আকরাম খান পরিচালিত ‘কালের যাত্রা’ ধারাবাহিকটি নিয়মিত প্রচার হচ্ছে বিটিভিতে। এছাড়া দীপা খন্দকার ও তাহমিনা সুলতানা মৌ বদরুল আনাম সৌদের ‘লুকোচুরি লুকোচুরি গল্প’ ধারাবাহিকে একসঙ্গে নিয়মিত অভিনয় করছেন। এই নাটকটিও বিটিভিতে প্রচার হচ্ছে নিয়মিত।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads