• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯

শোবিজ

‘একজন শিল্পীকে দিয়ে বিভিন্ন চরিত্রে অভিনয় করানো উচিত’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৫ ডিসেম্বর ২০১৯

মডেল ও অভিনেত্রী অহনা রহমান। ছোটপর্দার ব্যস্ত অভিনেত্রী। গত কয়েক বছরে নিয়মিতভাবে বিভিন্ন ধারাবাহিক নাটকে দর্শক তাকে দেখেছেন। বরাবরই তার অভিনয় প্রশংসিত হয়েছে। কাজ করেছেন চলচ্চিত্রেও। প্রয়াত চিত্রনায়ক মান্না ও সুপারস্টার শাকিব খানের বিপরীতে বড়পর্দায় অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন।

শুরুটা ‘চৈতা পাগল’ নাটকে অভিনয় দিয়ে। সম্প্রতি অভিনয় করেছেন ধারাবাহিক ‘বউ-শাশুড়ি’ নাটকে। সাম্প্রতিক ব্যস্ততা নিয়ে অহনা বলেন, ‘এখন বেশ কয়েকটি কাজ করেছি। তার মধ্যে ধারাবাহিকে কাজের সংখ্যাই বেশি। এর মধ্যে উল্লেখযোগ্য আকাশ রঞ্জনের ‘বউ-শাশুড়ি’ নাটকটি। এতে আমি ছাড়াও শহীদুজ্জামান সেলিম, সাজু খাদেম ও মুনিরা মিঠুর মতো অভিনয় শিল্পীরা রয়েছেন। নাটকটিতে পারিবারিক দ্বন্দ্বের বিষয়টি তুলে ধরা হয়েছে।

সাম্প্রতিক সময়ে নাটকের দর্শক বেড়েছে বলে মনে করেন এই তারকা। এর সবচেয়ে বড় কারণ ইউটিউব বা অন্যান্য ডিজিটাল প্লাটফর্ম। অহনা বলেন, ‘দর্শক টিভিতে নাটক না দেখলেও ইউটিউবে ঠিকই নাটক দেখে নিচ্ছেন। টেলিভিশন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন নাটকের মানহীনতার জন্য নয় বরং নাটকের মাঝে অতিরিক্ত বিজ্ঞাপন প্রচারের জন্য।’

গল্পের প্রয়োজনে নাটকে এখন বিভিন্ন ধরনের গান ব্যবহার করা হয়। বিষয়টি ইতিবাচকই মনে করেন অহনা। তবে গল্পের অভাবে যদি নাটকে গান জুড়ে দেওয়া হয়, তাহলে আর শিল্প থাকে না বলে মনে করেন তিনি। অহনা বলেন, ‘গল্পের অভাবে খণ্ডনাটকে গান জুড়ে দেওয়ার বিষয়টি আমি সমর্থন করি না। সম্মিলিতভাবেই আমাদের নাটকের মান ধরে রাখতে হবে।’

এই অভিনেত্রী জানিয়েছেন, তিনি এখন গতানুগতিক কাজ থেকে দূরে থাকবেন।  অহনার ভাষ্য, ধারাবাহিকে গত কয়েক বছর টানা অভিনয় করে আসছি। এবার বিরতি নেব। প্রচার চলতি যে কয়টি ধারাবাহিক আছে এগুলোর শুটিং শেষ করব। এরপর নতুন ধারাবাহিকে আমাকে আর দেখা যাবে না।

কারণ হিসেবে তিনি বলেন, ‘ধারাবাহিক নাটকে এখন বৈচিত্র্য নেই। একই ধরনের গল্পে বারবার অভিনয় করতে হচ্ছে। একঘেয়েমি লাগে এসব নাটকে অভিনয় করতে। আগামী মাসের মধ্যে প্রচার চলতি ধারাবাহিকগুলোর শুটিং শেষ করব। আপাতত খণ্ডনাটক ও ওয়েব সিরিজের দিকে মনোযোগ দিতে চাই। এখনো ওয়েব সিরিজে কাজ করা হয়নি। ওয়েব সিরিজে নিয়মিত কাজ করতে চাই।’

বড়পর্দাতেও তার উপস্থিতি দেখা গেছে। ‘চাকরের প্রেম’ ছবির মাধ্যমে অভিষেক হয় তার। পরবর্তী সময়ে ‘দুই পৃথিবী’ এবং ‘চোখের দেখা’ ছবিতে দেখা যায় তাকে। এরপর বেশ কিছু চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেলেও সম্মতি দেননি। ফের ছোটপর্দায় নিয়মিত হয়েছেন তিনি। তবে বড়পর্দায়  আবার কাজ করতে চান। অহনা বলেন, ‘যে ধরনের গল্পে কাজ করতে চাই সে ধরনের কাজের প্রস্তাব খুব কম পাচ্ছি। যেসব কাজের প্রস্তাব আসে, সেখানে ব্যাটে-বলে মিলছে না বলে তাও আমাকে ফিরিয়ে দিতে হচ্ছে।’

চরিত্রের ভিন্নতা প্রসঙ্গে অহনা বলেন, ‘বর্তমানে প্রধান সমস্যা হচ্ছে একজন শিল্পী যখন একটি চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান, তখন পরিচালকরা হুমড়ি খেয়ে সেই ধরনের চরিত্রের জন্য ওই অভিনেতাকেই ডাকেন। এ বিষয়টি আমার ভালো লাগে না। একজন শিল্পীকে দিয়ে বিভিন্ন চরিত্রে অভিনয় করানো উচিত। একই চরিত্রে একাধিকবার অভিনয় করতে করতে অভিনেতা-অভিনেত্রীরা ক্লান্ত হয়ে যান। তখন সৃজনশীলতা প্রকাশ করা দুরূহ হয়ে পড়ে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads