• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

শোবিজ

কাউন্সিলর রিজভী

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৬ ডিসেম্বর ২০১৯

অভিনয়জীবনে এর আগে চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, ডাক্তার, গ্রাম্য যুবক, শহুরে চাকরিজীবীসহ বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা রেজাউর রহমান রিজভী। তবে এবারই প্রথম কাউন্সিলরের চরিত্রে অভিনয় করলেন তিনি। রাজীব মনি দাসের রচনা ও ইকবাল মাহমুদ বাবলুর পরিচালনায় আরটিভিতে প্রচার শুরু হতে যাওয়া এই মেগা ধারাবাহিক নাটকটির নাম ‘ট্রাফিক সিগন্যাল’। এ নাটকে রিজভীকে স্থানীয় কাউন্সিলরের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।

নাটকটিতে নিজের চরিত্র সম্পর্কে রিজভী বলেন, ‘এলাকার মানুষদের সমস্যার সমাধান করাই একজন কাউন্সিলরের কাজ। নাটকে আমাকেও সেই কাজটিই করতে দেখা যাবে।’

জানা যায়, আগামীকাল শনিবার থেকে আরটিভিতে প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৭টা ৩০ মিনিটে ধারাবাহিকটির প্রচার হবে। নাটকটি প্রযোজনা করেছে ট্রাই-এঙ্গেল মিডিয়া। এতে প্রথমবারের মতো ধারাবাহিক নাটকের শীর্ষ সংগীতে কণ্ঠ দিয়েছেন তাহসান। শীর্ষ সংগীতের কথা লিখেছেন নাট্যকার রাজীব মনি দাস। আর গানটির সুর করেছেন যাদু রিছিল। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির সংগীতায়োজনও করেছেন তাহসান।

নাটকে আরো অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী, শতাব্দী ওয়াদুদ, রওনক হাসান, আ খ ম হাসান, কচি খন্দকার, ফারুক আহমেদ, সিদ্দিকুর রহমান, মাহামুদুল ইসলাম মিঠু, আশিক চৌধুরী, শাহেদ শরীফ খান, শিশির আহমেদ, প্রাণ রায়, সাইদ বাবু, সাজু আহমেদ, কাজী উজ্জ্বল, তারিক স্বপন, মিলন ভট্ট, ম আ. সালাম, সোহান খান, জামাল রাজা, তমাল, সঞ্জীব আহমেদ, শামীম, যাদু ফরিদ, মীর সাখাওয়াত, শেখ বিপ্লব, চিত্রলেখা গুহ, শিরিন আলম, মনিরা মিঠু, নাদিয়া, জান্নাতুন নূর মুন, রোমানা স্বর্ণা, ইশানা, হুমাইরা হিমু, জেনি, সাইক আহমেদ প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads