• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

শোবিজ

‘আমি সম্মান থাকতেই বিদায় নিতে চাচ্ছি ’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৮ ডিসেম্বর ২০১৯

ফেরদৌস ওয়াহিদ। প্রখ্যাত এই সংগীতশিল্পী ‘পপস্টার’ বলে খ্যাত। আধুনিক বাংলা গানের পথপ্রদর্শক বলেও আখ্যায়িত করা হয় তাকে। ছেলেবেলায় রবীন্দ্রসংগীত ও পল্লীগীতির প্রশিক্ষণের মাধ্যমে যাত্রা শুরু করলেও আশির দশকে পপগান দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন তিনি।

মূলত এলভিস প্রিসলি, টম জোন্সের মতো শিল্পীদের গান ও অনুষ্ঠান দেখে তিনি খুবই অনুপ্রাণিত হয়েছিলেন এবং একই আদলে বাংলায় পপগান করতেন। চলনে-বলনে এমনকি ফ্যাশনে এখনো যেন তরুণ ৬৭ বছর বয়সী এই তারকা। গানের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণ করেও আলোচনায় এসেছেন তিনি। তবে চলতি বছরে হঠাৎ করে গান ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়ে ভক্ত ও সংগীতানুরাগীদের হতাশ করেন ফেরদৌস ওয়াহিদ।

তিনি জানান, ২০২০ সাল থেকে আর গান গাইবেন না। হাতে থাকা নতুন ২২টি গানের কাজ শেষ হলেই আর কোনো নতুন গান নিয়ে দর্শকের সামনে আসবেন না। ফেরদৌস ওয়াহিদ জানান, চলতি বছরের শেষ প্রান্তে ২২টি গানের কাজ শেষ হবে।

এই পাঁচটি গানই লেখা ও সুর করা ফেরদৌস ওয়াহিদের নিজের। বাকি ১৭টি গানের সুরও তার করা। সবগুলো গানের সংগীতায়োজন করেছেন মোশাররফ আজমী। চলতি বছরেই ফেরদৌস ওয়াহিদের সংগীতময় জীবন শেষ হতে চলেছে বলে জানান তিনি। তাহলে কি এরপর আর নতুন কোনো গানে, স্টেজ শোতে আর দেখা যাবে না আপনাকে?

জবাবে ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘২০১৯-ই হতে যাচ্ছে আমার নতুন গান, স্টেজ শো জীবনের শেষ বছর। সত্যি বলতে কি একটি বয়সে এসে সংগীতশিল্পীরা আর গাইতে পারেন না। শ্রোতা-দর্শকেরা আমাকে ছুড়ে ফেলার আগেই আমি নিজেই সেখান থেকে বিদায় নিতে যাচ্ছি। আশা করছি আমার ভক্তরা যেন তাতে কোনো কষ্ট না পান। কারণ আমি সম্মান থাকতেই বিদায় নিতে চাচ্ছি। কিন্তু এরপরও যদি কেউ আমাকে দিয়ে স্টেজ শো করাতে চান, তাহলে শো-প্রতি আমাকে পাঁচ লাখ টাকা দিতে হবে। সেই টাকা আমি অসহায়-গরিবদের জন্য ওয়াহিদ ফাউন্ডেশনে জমা রাখব। গরিব অসহায়দের জন্য সেই টাকা ব্যয় করব। এক গ্লাস কোকাকোলা খাওয়ার চেয়ে আমার কাছে এক গ্লাস ঝরনার পানি খাওয়ার মধ্যে ভীষণ তৃপ্তি আছে।

নিজের প্রিয় গান সম্পর্কে এ তারকা বলেন, অনেক গানই প্রিয়। প্রথম প্লেব্যাক করি দেওয়ান নজরুল পরিচালিত ‘আসামি হাজির’ সিনেমায়। পরিচালকের লেখা ও আলম খানের সুর-সংগীতে সাবিনা ইয়াসমিনের সঙ্গে ‘আমার পৃথিবী তুমি’ গানটি করেন। সিনেমায় তার আলোচিত গান হচ্ছে ‘ওগো তুমি যে আমার কত প্রিয়’, ‘আমি এক পাহারাদার’, ‘শোন ওরে ছোট্ট খোকা’, ‘আমি ঘর বাঁধিলাম’ ইত্যাদি। সিনেমার বাইরের আলোচিত গান হচ্ছে ‘মামুনিয়া’, ‘আগে যদি জানতাম’, ‘এমন একটা মা দে না’। আবার নিজের প্রিয় গান হচ্ছে ‘এমন একটা মা দে না’, ‘আগে যদি জানিতাম’ এবং ‘মামুনিয়া’। গানগুলো মাঝে মাঝে হূদয়ে নাড়া দেয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads