• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

শোবিজ

ক্যাসিনো প্রিন্স তাসকিন

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১০ ডিসেম্বর ২০১৯

নিজের মুক্তিপ্রাপ্ত তিনটি ছবিতে ভিন্ন ভিন্ন চরিত্র নিয়ে হাজির হয়েছেন তাসকিন রহমান। ঢাকা অ্যাটাকে জিসান, যদি একদিনে রোমিও, বয়ফ্রেন্ডে ক্রিকেট কোচ-এভাবে প্রতিটি ছবিতে ভিন্ন চরিত্রে অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন তিনি। নতুন ছবি ‘ক্যাসিনো’তে আরো এক নতুন চরিত্র দিয়ে দর্শকদের তাক লাগিয়ে দিতে যাচ্ছেন তাসকিন। এবার তিনি আসছেন  তাসকিন ‘ক্যাসিনো’ ওয়ার্ল্ডের অঘোষিত প্রিন্স হয়ে!

তেমনটাই প্রমাণ মিলল, গতকাল সোমবার প্রকাশিত ‘ক্যাসিনো’ ছবির লুকে। এর আগে নিরব-বুবলীকে দেখা গেল এবার এককভাবে হাজির হয়েছেন তাসকিন। কালো ব্লেজারে গায়ে আগ্রাসী চাহনিতে দেখা যাচ্ছে তাকে। চোখে মুখে উদ্বেগ।

নিজের চরিত্র নিয়ে তাসকিন বললেন, ‘এবার আমি “ক্যাসিনো” ওয়ার্ল্ডের প্রিন্স হচ্ছি। চরিত্রের নাম যুবরাজ। যে ক্যাসিনোর সব কলকাঠি নাড়ে। তিনি বলেন, চরিত্রটি খুব গুরুত্বপূর্ণ। আমি সেরাটা দেওয়ার চেষ্টা করি।

ক্যাসিনো নির্মাণ করছেন সৈকত নাসির। তার নির্দেশনায় প্রথমবার কাজ করছেন তাসকিন। তিনি বলেন, পরিচালকের যথেষ্ট সাপোর্ট পাচ্ছি, ডিওপি ভালো। টেকনিক্যাল সাপোর্টও আমাকে খুশি করেছে। সবমিলিয়ে এ কাজে নতুনত্ব থাকছে।

গত ২৪ নভেম্বর ঢাকায় ‘ক্যাসিনো’র শুটিং শুরু হয়। বিএফডিসির জসিম ফ্লোরে বড় সেট করে শুটিং হয়। সেখানকার কাজ শেষ। তাসকিন বলেন, ‘প্রথম থেকেই শুটিং করছি। আরো দিন দশেক আমার কাজ বাকি। যে কদিন শুটিং করেছি, কাজটি মনে ধরেছে।’

‘ক্যাসিনো’ ছাড়াও তাসকিনের হাতে রয়েছে ‘মিশন এক্সট্রিম’, ‘শান’, ‘অপারেশন সুন্দরবন’, ‘ঢাকা ২০৪০’, ‘ওস্তাদ’ ও ‘গিরগিটি’ ছবিগুলো। এই অভিনেতা বলেন, পরিচালক, প্রযোজক আমাকে নিয়ে ভাবছেন। নিশ্চয়ই আমি ওইসব চরিত্রগুলো প্লে করতে পারব, এমন ভাবনা থেকেই সবাই আমাকে তাদের সিনেমায় কাস্ট করছেন। সবকিছু মিলে যাচ্ছে বলে আমিও কাজ করছি। এটা আমার জন্য সত্যই আশীর্বাদ।

জানা যায়, ‘ক্যাসিনো’ মুক্তি পাবে ২০২০ সালের ফেব্রুয়ারি অথবা মার্চে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads