• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯

শোবিজ

মা হারালেন কুমার বিশ্বজিৎ

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৩ ডিসেম্বর ২০১৯

মা হারালেন বাংলাদেশের সংগীতাঙ্গনের গর্ব কিংবদন্তি সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। গতকাল ভোর চারটায় রাজধানীর উত্তরার একটি হাসপাতালে কুমার বিশ্বজিতের মা শোভা রানী দে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

কিছুদিন আগে কুমার বিশ্বজিৎ একটি জরুরি কাজে আমেরিকা গিয়েছিলেন। সেখানে গিয়েই তিনি মায়ের অসুস্থতার খবর জানতে পারেন। মায়ের খবর শোনার পরপরই তিনি সব কাজ ফেলে দেশে ছুটে আসেন। পূর্বনির্ধারিত শোগুলো ছাড়া মায়ের এই অসুস্থতার সময় আর কোনো স্টেজ শোও হাতে নেননি তিনি। যতটা সময় মায়ের কাছে থাকা যায় ততটা সময়ই তিনি মায়ের কাছে ছিলেন। মাকে হারিয়ে ভীষণ একাকী হয়ে পড়েছেন কুমার বিশ্বজিৎ। কারণ আজ থেকে পঁচিশ বছর আগে তিনি তার বাবা সাধন রঞ্জন দে’কে হারিয়েছেন। পঁচিশ বছর পর মা শোভা রানী দে’ও চলে গেলেন।

কুমার বিশ্বজিৎ বলেন, ‘মা হারানোর বেদনা কোনো ভাষাতেই বোঝানোর মতো নয়। জীবনের শেষ ক’টা দিন মা যখন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, বাসায় ফিরে একটি দিনও একটি মুহূর্তের জন্য আমি ঘুমাতে পারিনি। একটু দেরি করে হাসপাতালে গেলে মা অভিমান করতেন। সেই অভিমান কে করবে আর আমার সঙ্গে? আমি সত্যিই ভীষণ একা হয়ে গেলাম। ছোট্ট এই জীবনে মায়ের জন্য তেমন কিছুই করতে পারিনি আমি। মা যেন আমাকে ক্ষমা করে দেন। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন আমার মাকে স্বর্গবাসী করেন।’

কুমার বিশ্বজিৎ জানান, চট্টগ্রামের সীতাকুণ্ডে গ্রামের বাড়ি নিয়ে যাওয়া সম্ভব নয় বিধায় গতকালই বিকেলে রাজধানীর পোস্তগোলা শ্মশানে তার মাকে দাহ করা হয়। উল্লেখ্য, ২০১৮ সালে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তীর উদ্যোগে কুমার বিশ্বজিতের মাকে ‘গরবিনী মা’ সম্মাননায় ভূষিত করা হয়েছিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads