• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

শোবিজ

চলচ্চিত্র ‘জনক ও সন্তান’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৩ ডিসেম্বর ২০১৯

আগামী বছরের মার্চ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন শুরু হবে। সেই লক্ষ্যে বিভিন্ন ধরনের নাটক, টেলিফিল্ম, চলচ্চিত্র, গান তৈরি হচ্ছে। বীর মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র নির্মাতা নূর মোহাম্মদ মনি বিশেষ দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণ করেছেন। নাম ‘জনক ও সন্তান’। এর কাহিনী শোয়েব চৌধুরীর। সংলাপ রচনা ও চিত্রনাট্য করেছেন ফেরারী ফরহাদ। এরই মধ্যে গত মঙ্গলবার রাজধানীর অদূরে তিনশ ফুট এলাকায় একটি শুটিং বাড়িতে ও বাড়ির আশপাশে বিভিন্ন এলাকায় চলচ্চিত্রটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। এতে একজন বীরাঙ্গনার চরিত্রে অভিনয় করেছেন রানী আহাদ এবং শিক্ষকের ভূমিকায় আহসান হাবিব নাসিম।

চলচ্চিত্রটির গল্প প্রসঙ্গে নূর মোহাম্মদ মনি বলেন, ‘মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে একজন বীরাঙ্গনার বঙ্গবন্ধুকে কাছ থেকে দেখার আগ্রহকে নিয়েই এই চলচ্চিত্রের গল্প এগিয়ে যায়। একদিন খবরের কাগজে বীরাঙ্গনার বঙ্গবন্ধুকে দেখার আগ্রহের খবর প্রকাশিত হয়। শিক্ষক তাকে সহযোগিতা করে বঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। কিন্তু শেষ পর্যন্ত বঙ্গবন্ধুর সঙ্গে সেই বীরাঙ্গনার দেখা হয় না।’

চলচ্চিত্রটিতে অভিনয় প্রসঙ্গে আহসান হাবিব নাসিম বলেন, ‘ধন্যবাদ জানাই বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ মনি ভাইকে আমাকে এমন একটি কাজে সম্পৃক্ত থাকার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য। জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েই এই চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। যেহেতু এটি একটি বিশেষ চলচ্চিত্র, তাই আমি চেষ্টা করেছি আমার চরিত্রে শতভাগ মনোযোগী থেকে চরিত্রটি ফুটিয়ে তুলতে। রানী আহাদের সঙ্গে আমার প্রথম কাজ। চরিত্রের প্রতি মনোযোগী থেকে তার চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছে রানী।’

রানী আহাদ বলেন, ‘আমার সৌভাগ্য যে এ ধরনের একটি ঐতিহাসিক কাজের সঙ্গে যুক্ত থাকতে পেরেছি। মনি স্যারসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এবারই প্রথম আমি একজন শ্রদ্ধেয় বীরাঙ্গনার চরিত্রে অভিনয় করেছি। অভিনয় করতে গিয়ে চরিত্রটি ফুটিয়ে তুলতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। কিছুটা হলেও উপলব্ধি করতে পেরেছি সে সময় মানুষের জীবন কতটা কষ্টের ছিল বিশেষত একজন বীরাঙ্গনার জীবন ছিল অনেক চ্যালেঞ্জিং। এই অনুভব কোনোদিনও হতো না আমার যদি না এই কাজটি করা হতো। আমার অভিনয় জীবনের এ এক অন্যরকম অর্জনও বটে। ধন্যবাদ নাসিম ভাইকে আমাকে সহযোগিতা করার জন্য।’

চলচ্চিত্রটিতে আরো অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, রেশমী, মো. ইকবাল, বিনয় ভদ্রসহ আরো অনেকে। চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজক মো. তাজুল ইসলাম। তিনি জানান এটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads