• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

শোবিজ

সে এক রহস্যময়ী

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১১ জানুয়ারি ২০২০

আজ থেকে প্রায় এক দশক আগে গুণী নাট্যনির্মাতা নাহিদ আহমেদ পিয়ালের পরিচালনায় আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি বিশেষ নাটক ‘ঘুমের ঘোরে’তে অভিনয় করেছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মম। দীর্ঘ এক দশক পর আবারো নাহিদ আহমেদ পিয়ালের পরিচালনায় মম নতুন একটি নাটকে অভিনয় করতে যাচ্ছেন। নাটকের নাম ‘সে এক রহস্যময়ী’। একটি বিদেশী গল্পের অনুপ্রেরণায় নাটকটির নাট্যরূপ দিয়েছেন নাহিদ আহমেদ পিয়াল নিজেই।

পিয়াল জানান, আগামীকাল রোববার থেকে মানিকগঞ্জের সিঙ্গাইরে নাটকটির দৃশ্যায়নের কাজ শুরু হবে।

‘সে এক রহস্যময়ী’তে মম-কে নিয়ে কাজ করা প্রসঙ্গে নাহিদ আহমেদ পিয়াল বলেন, ‘মম খুব ভালো অভিনয় করেন। এর আগেও মম আমার নির্দেশনায় ঘুমের ঘোরে নাটকে অভিনয় করেছিলেন। সে নাটকটি দেশ টিভিতে প্রচারিত হয়েছিল। প্রথম প্রচারের পর আরো বেশ কয়েকবার নাটকটি প্রচারিত হয়েছিল। নতুন নাটক সে এক রহস্যময়ীতে নাম ভূমিকায় মমকে নিয়ে কাজ করব। আশা করছি কাজটি ভালো হবে।’

নাটকটিতে মম’র বিপরীতে অভিনয় করবেন রওনক হাসান। আরো অভিনয় করবেন হারুন অর রশীদ, পল্লী প্রমুখ।

নাহিদ আহমেদ পিয়ালের পরিচালনায় দীর্ঘ দশ বছর পর কাজ করা প্রসঙ্গে জাকিয়া বারী মম বলেন, ‘দেখতে দেখতে একটি ভালো কাজ করার দশ বছর পেরিয়ে গেছে, ভাবাই যায় না। ঘুমের ঘোরে নাটকটি আমার করা খুব ভালো নাটকের মধ্যে অন্যতম একটি কাজ। পিয়াল ভাই একজন গুণী অভিনেতা। তাই তার কাছ থেকে কাজ করার প্রস্তাব পেয়ে বেশ আগ্রহ নিয়েই কাজটি করতে যাচ্ছি। যেহেতু নাটকের কেন্দ্রীয় চরিত্রে আমাকে কাজ করতে হবে, তাই বেশ ভালোভাবে প্রস্তুতি নিয়েই আমি কাজটি করবো। আশা করছি কাজটি দর্শকের মনের মতো একটি কাজ হবে।’

এদিকে এনটিভিতে প্রচার শেষ হয়ে আসছে নজরুল ইসলাম রাজু পরিচালিত মম অভিনীত ‘ঘরে বাইরে’ ধারাবাহিক নাটকটির প্রচার শেষ হয়ে আসছে। গেলো সপ্তাহে মম অভিনয় করেছেন আসাদুজ্জামান আসাদের পরিচালনায় ‘বৃষ্টিধারা’ নাটকের কাজ। এতে মম’র বিপরীতে অভিনয় করেন জিয়াউল ফারুক অপূর্ব। এছাড়া সরদার রোকনের নির্দেশনায় ‘কাতান শাড়ি’ নাটকে তার অভিনয় বেশ প্রশংসিত হচ্ছে। এতে মম’র বিপরীতে আছেন জোভান। একটি স্যাটেলাইট চ্যানেলে এরই মধ্যে প্রচার হয়েছে মম ও নিলয় অভিনীত ‘ভ্যাকেন্সি’ নাটকটি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads