• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

শোবিজ

বক্স অফিস মাতাচ্ছে ‘ব্যাড বয়েজ ফর লাইফ’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৯ জানুয়ারি ২০২০

১৭ জানুয়ারি বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত হলিউডের দুই ছবি। রবার্ট ডাউনি জুনিয়রের ‘ডুলিটল’ ও ‘ব্যাড বয়েজ’ সিরিজের ছবি ‘ব্যাড বয়েজ ফর লাইফ’। দুটি ছবি নিয়েই দর্শকের প্রত্যাশা অনেক বেশি। তবে দুটির মধ্যে বক্স অফিসে ভালো ব্যবসা করছে ‘ব্যাড বয়েজ ফর লাইফ’।

‘ডুলিটল’ সিনেমাটি নির্মাণ করতে খরচ হয়েছে ১৭৫ মিলিয়ন ডলার। প্রথম দিনে ছবিটি আয় করেছে ৩০ মিলিয়ন ডলার। আর ‘ব্যাড বয়েজ ফর লাইফ’ সিনেমাটি নির্মাণ করতে খরচ হয়েছে ৯০ মিলিয়ন ডলার, যা প্রথম দিনেই ছবিটি আয় করে নিয়েছে ৬৫ মিলিয়ন ডলার।

হলিউডের সাড়া জাগানো সিনেমা ‘ব্যাড বয়েজ’ মুক্তি পেয়েছিল ১৯৯৫ সালে। পরের ছবি ‘ব্যাড বয়েজ টু’ মুক্তি পায় ২০০৩ সালে। দর্শকরা অপেক্ষায় ছিলেন তৃতীয় কিস্তির জন্য। ১৬ বছর অপেক্ষার পর এসেছে ‘ব্যাড বয়েজ ফর লাইফ’। আর তাই এই ছবি নিয়ে দর্শকের আগ্রহও বেশি।

‘ব্যাড বয়েজ’য়ের নতুন ছবিতে নতুন মুখও আছে। দেখা গেছে ভেনেসা হাজেন্স, অ্যালেক্সান্ডার লাডউইগ এবং চার্লস মেল্টনকে। তবে চমকটা হচ্ছে, এই তিনজন ছাড়াও রহস্যময় একটি চরিত্রে অভিনয় করেছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংগীত ব্যক্তিত্ব ডিজে খালেদ। ছবিতে প্রধান দুই গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছেন যথারীতি উইল স্মিথ এবং মার্টিন লরেন্স।

১৯২০ সালে হিউ লফটিংয়ের লেখা একটি শিশুতোষ সিরিজ বই ‘ডুলিটল’। সিরিজটির গল্প মজার একজন ডাক্তারকে নিয়ে। যার নাম জন ডুলিটল। ১৯৬৭ সালে প্রথম এই সিরিজ নিয়ে সিনেমা নির্মিত হয়। যেখানে মূল চরিত্রে অভিনয় করেন র্যামক্স হ্যারিসন। এরপর ১৯৯৮ সালে আরেকটি সিনেমা তৈরি হয়। সেখানে অভিনয় করেন এডি মারফি। এ ছাড়া বিভিন্ন সময় ‘ডক্টর ডুলিটল’ চরিত্র নিয়ে তৈরি হয় টিভি সিরিজ, সিনেমা ও কার্টুন।

জনপ্রিয় এই চরিত্র নিয়ে এবার নতুন আঙ্গিকে সিনেমা নির্মাণ করল প্রযোজনা সংস্থা ইউনিভার্সেল পিকচার্স। সিনেমার নাম ‘ডুলিটল’। পরিচালনা করেছেন স্টিফেন গ্যাঘান। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আয়রনম্যান খ্যাত রবার্ট ডাউনি জুনিয়র। তবে মারভেলের কোনো সিনেমায় নয়। পর্দায় এবার তাকে দেখা যাবে পশু-পাখির সুপারহিরো হিসেবে।

ছবিটি ২০১৯ সালে মুক্তি দেওয়ার কথা থাকলেও স্টার ওয়ার্সের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে বলে সিনেমাটির মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে। রবার্ট ডাউনি জুনিয়র ছাড়াও সিনেমাটিতে পশু-পাখির কণ্ঠ দিয়েছেন এমা থম্পসন, অস্কারজয়ী রামি মালেক, জেমস বন্ড সিনেমার এম খ্যাত রেফ ফাইঞ্জ, স্পাইডারম্যান খ্যাত টম হল্যান্ড, মারিয়োঁ কোতিয়ার, রেসলার জন সিনা, কুমাইল নানজিয়ানি, অক্টোভিয়া স্পেন্সার, সেলেনা গোমেজের মতো একঝাঁক তারকা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads