• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
পর্দা নামল ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 

সংগৃহীত ছবি

শোবিজ

পর্দা নামল ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২০ জানুয়ারি ২০২০

নয় দিনব্যাপী অষ্টাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামল গতকাল রোববার। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’- এ স্লোগান নিয়ে গত ১১ জানুয়ারি উৎসবের পর্দা ওঠে। রেইনবো ফিল্ম সোসাইটি আয়োজিত উৎসব শুরু হয় ‘উইন্ডো টু দ্য সি’ সিনেমা প্রদর্শনের মধ্য দিয়ে।

উৎসবের শেষ দিনে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে সন্ধ্যায় প্রদর্শিত হয় আফগানিস্তান, ইরান ও ফ্রান্সের যৌথ প্রযোজনায় ‘হাভা, মরিয়ম, আয়েশা’ নামের সিনেমা। পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইরানের ‘লোকনাট’, জার্মানির ‘ওয়ার্ল্ড ট্যাক্সি’, ‘দ্য ওয়ান্ডেরের’, রাশিয়ার ‘থ্র এ ব্ল্যাক গ্লাস’ ও ভারতের নির্মাতা সৃজিত মুখার্জির ‘শাহজাহান রিজেন্সি’।

ঐদিন বিকাল ৪টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে পুরস্কার প্রদান ও সমাপনীর মাধ্যমে উৎসবের পর্দা নামে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

এ উৎসবটির ১৮তম আয়োজনে ঢাকার সাতটি ভেন্যুতে ৭৪টি দেশের ২২০টি চলচ্চিত্র দেখানো হয়। উৎসবে নানা বয়সি মানুষ দেশি-বিদেশি সিনেমা দেখতে ছুটে আসেন বিভিন্ন ভেন্যুতে। উৎসবে এশিয়ান ফিল্ম প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানোরমা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন ফিল্মস, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম মেকার বিভাগে প্রদর্শিত হয় ছবিগুলো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads