• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯

শোবিজ

সম্মাননায় ভূষিত কথাসাহিত্যিক সেলিনা হোসেন

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২১ জানুয়ারি ২০২০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মকাণ্ডের দীর্ঘ ইতিহাসে যুক্ত হয়েছে অনেক সাংস্কৃতিক সংগঠনের নাম। হয়েছে বেশ কিছু সম্মেলন। ১৭ জানুয়ারি ২০২০ রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে হয়ে গেল ‘এসো মিলি প্রাণের টানে’ তৃতীয়বারের মতো সম্মেলন এবং প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সংবর্ধনা। এর আগে ৮ ডিসেম্বর ২০১৭ সালে শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত, নৃত্য ও আবৃত্তি মিলনায়তনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় সম্মেলন ও কথাসাহিত্যিক হাসান আজুিল হকের বক্তৃতা। দিনব্যাপী সে আয়োজনে সংগীত, নাটক ও আবৃত্তি আলোচনা নিয়ে সারা দিনের অনুষ্ঠান শেষ হয় মূলত হাসান আজিজুল হকের বক্তৃতার মধ্য দিয়ে। প্রথম আয়োজন হয়েছিল দিনব্যাপী ২ ডিসেম্বর ২০১৬ সামরিক জাদুঘর চত্বরে ‘দি এন্ট্রান্স’ রেস্টুরেন্টে। সকলে মিলে জাতীয় সংগীত গেয়ে বিকাল ৪টায় শুরু হওয়া ‘এসো মিলি প্রাণের টানে’র ৩টি ভাগ ছিল ও ১ম অংশে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্তমান সাংস্কৃতিক চর্চা এবং ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মসূচি’ নিয়ে আলোচনা হয় ও বেশ কিছু বিষয় নির্ধারণ করাও হয়। মতবিনিময় ও আলোচনা পর্বে মতিহারের সাবেক কর্মীদের পক্ষ থেকে লেখক দীপু মাহমুদ আলোচনা সমন্বয় করেন। শুরুতে কর্মী সম্মেলনের ভবিষ্যৎ পরিকল্পনার ধারণা উপস্থাপন করেন সৈয়দ আপন আহসান। এই আলোচনা  সাপেক্ষে আগামীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উৎসব আয়োজনের পরিকল্পনা হাতে নেবার কথা বিবেচনায় নেওয়া হয়েছে।  আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংস্কৃতি কর্মী ড. আজম শান্তনু, কামাল আহমেদ, মোস্তাগিসুর বাবু প্রমুখ ।

আয়োজনের ২য় পর্বে কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সংবর্ধনা দেওয়া হয়। বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক শহিদুল ইসলাম। সম্মিলিত সংগীতের পরপরই  প্রখ্যাত সংগীতশিল্পী লাইসা আহমেদ লিসার চমৎকার পরিবেশনা দিয়ে শুরু হয় সংবর্ধনা অনুষ্ঠান ও মঞ্চে তারপরেই আসন গ্রহণ করেন প্রধান অতিথি কথাসাহিত্যিক সেলিনা হোসেন। তার হাতে ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। হাতে তুলে দেওয়া হয় প্রশংসাপত্র। আনজীর লিটনের লেখা প্রশংসাপত্র পাঠ করে শোনান মাসকুরে সাত্তার কল্লোল।  প্রারম্ভিক বক্তৃতায় আয়োজকদের পক্ষে সৈয়দ আপন আহসান কর্মী সম্মিলনীর নানাদিক তুলে ধরেন। সম্মেলনে কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, ‘প্রবল নিষ্ঠা, ত্যাগ, একাগ্রতা, সততা, মনোযোগ সকল প্রতিবন্ধকতা ডিঙিয়ে আমাদের নিয়ে যেতে পারে নিশ্চিত লক্ষ্যে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads