• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

শোবিজ

গুনজান বিবির পালা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৩ জানুয়ারি ২০২০

গত ২১ জানুয়ারি ঐতিহ্যবাহী নাট্যদল ‘পদাতিক নাট্য সংসদ’ ৪৩ বছরে পা রেখেছে। দলটির ৪২ বছর পূর্তি এবং ৪৩ বছরে পদার্পণ উপলক্ষে সেদিন দলটি তাদের প্রযোজিত নাটক ‘গুনজান বিবির পালা’ নাটকটি মঞ্চস্থ করে রাজধানীর শিল্পকলা একাডেমির মূল মঞ্চে। সন্ধ্যায় সাড়ে সাতটায় নাটকটির মঞ্চায়নের আগে বেশ কয়েকজন আমন্ত্রিত অতিথি ‘পদাতিক নাট্য সংসদ’ নিয়ে তাদের শুভেচ্ছা বক্তব্য তুলে ধরেন। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন ম হামিদ, সৈয়দ ইশতিয়াক হোসাইন টিটু, আহমেদ গিয়াস, ঝুনা চৌধুরী, চন্দন রেজা প্রমুখ। কাজী রফিকের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুটা হয়ে ওঠে প্রাণবন্ত।

নাটক শুরুর আগে থিয়েটার আর্ট ইউনিটের বেশ কয়েকজন সদস্য তাদের দলের জনপ্রিয় গান ‘ঘাটে ঘাটে ভিড়ে আমার ভাঙা তরিরে’, ‘তাকে ভালো লাগে’, ‘আর যামু না স্কুলের ঘরে’ পরিবেশন করে পদাতিক নাট্য সংসদকে উৎসাহ দিতে। নৃত্যশিল্পী ফেরদৌস হাসান তার দল নিয়ে নৃত্য পরিবেশন করে। মুগ্ধ হয় আমন্ত্রিত অতিথিরা। এরপর আসে ‘গুনজান বিবির পালা’ নাটকের মঞ্চায়ন। মঞ্চ নাটকের সমসাময়িক সমস্যা নিয়ে ‘গুনজান বিবির পালা’ নাটকের মূল গল্প। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন সায়িক সিদ্দিকী।

যারা নেপথ্যে কাজ করেছেন, তারা হলেন মঞ্চ- সঞ্জীব কুমার দে, আলো- আতিকুল ইসলাম জয়, পোশাক, দ্রব্য ও কোরিওগ্রাফি- সাঈদা শামছি আরা, সংগীত- হুমায়ুন আজম রেওয়াজ, জামান, অমল, ফয়েজ। প্রযোজনা অধিকর্তা- সৈয়দ ইশতিয়াক হোসাইন টিটো। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অভিনয়ে- মমিনুল হক দীপু, মশিউর রহমান, সাঈদা শামছি আরা, শাখাওয়াত হোসেন শিমুল, সালমান শুভ, ইকরাম, চমক তারা, শরীফুল ইসলাম, মো. ইমরান, জিতু, জবা, জীবন, শোভন, প্রান্ত, রোজা। বলা যায় প্রায় হলভর্তি দর্শক পিনপতন নীরবতার মধ্য দিয়ে নাটকটি উপভোগ করেন।

নাটকটিতে যার অভিনয় সবসময়ই দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে তিনি হচ্ছেন শাখাওয়াত হোসেন শিমুল। শিমুল বলেন, ‘মঞ্চ আমার ভালোবাসা, মঞ্চ আমার অক্সিজেন। একজন মঞ্চকর্মী হিসেবে সবসময়ই আমি আমার চরিত্রটি যতটা ভালোভাবে উপস্থাপন করা যায়, সেই চেষ্টাই করি। আর গুনজান বিবির পালা নাটকে আমার চরিত্রটি একটু বেশি চ্যালেঞ্জিং। যে কারণে সবসময়ই বেশ আন্তরিকতা নিয়ে শ্রম দিয়ে অভিনয় করতে হয়। দর্শকের কাছ থেকে সাড়া পেয়েছি, এটাই ভীষণ ভালোলাগা। এই নিয়ে তৃতীয়বারের মতো আমি এই নাটকে অভিনয় করেছি। দলের প্রতি সবসময়ই আমি ভীষণ কৃতজ্ঞ।’

নাটকটিতে শেফালী চরিত্রে অভিনয় করেছেন চমক তারা। পরেরদিন তার পরীক্ষা থাকার পরও তিনি দলের প্রতি শ্রদ্ধা রেখে, ভালোবাসা রেখে নাটকটিতে অভিনয় করেছেন।

চমক বলেন, ‘যত ব্যস্তই থাকি না কেন, যত কাজই থাকুক না কেন, মঞ্চ সবকিছুর আগে। তাই পরেরদিন পরীক্ষা থাকা সত্ত্বেও আমি নিজের দলের বর্ষপূর্তির অনুষ্ঠানে থাকতে পেরেছি, অভিনয় করতে পেরেছি এটাই অনেক ভালোলাগার বিষয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads