• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

শোবিজ

পরিণত সাবিলা নূর

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৬ জানুয়ারি ২০২০

সময়ের সঙ্গে সঙ্গে ক্রমেই দ্যুতি ছড়াচ্ছেন এ সময়ের ব্যস্ত মডেল-অভিনেত্রী সাবিলা নূর। ক্যারিয়ারে যোগ হচ্ছে নতুন নতুন সংযোজন। প্রতিটি নাটকই গল্পের চরিত্রকে এমন সুনিপুণভাবে ফুটিয়ে তোলায় বেশ পটু হয়ে উঠেছেন সাবিলা। এটিই তো একজন অভিনয়শিল্পীর সার্থকতা। সেই হিসেবে সাবিলা নূর খুব অল্প সময়েই সার্থক।

আজ উত্তরা কিংবা কাল গুলশান। পরশু পুবাইল, তারপরের দিন বসুন্ধরা। কখনো বা ঢাকার বাইরে। লোকেশন পরিবর্তনের সঙ্গে সঙ্গে পাল্টে যাচ্ছে চরিত্র। অভিনয় করছেন কখনো শহুরে দস্যি মেয়ে, কখনো বোকা কিংবা ভূতের অবয়বে। এভাবেই চলছে সাবিলা নূরের শুটিং ব্যস্ততা। এককথায় দম ফেলার ফুরসত নেই তার। ফাঁকে ফাঁকে করছেন টেলিভিশন অনুষ্ঠানের কাজও।

বিয়ের পর আরো পরিণত হয়েছেন তিনি। নাটকের গল্প নির্বাচন ও বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে উপস্থাপন করছেন প্রতিনিয়ত। বর্তমান টিভি নাটকের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ, একঘেয়েমি। তবে এমন অভিযোগে খুব বেশি বিদ্ধ হতে হয়নি সাবিলা নূরের নাটকগুলোকে। শুরু থেকেই নানামুখী চরিত্রে দর্শকের মননে জায়গা করে নিয়েছেন এ শোবিজ কন্যা। কদিন বাদেই বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে বেশ কয়েকটি নাটকে কাজ করছেন সাবিলা। তার আগে প্রীতি দত্তের পরিচালনায় ‘তবু তুমি’ ও ‘আমরা করব জয়’ নামের নাটকের কাজ শেষ করেছেন। এতে সাবিলার বিপরীতে দেখা যাবে ইরফান সাজ্জাদ ও জোভান আহমেদকে। এ ছাড়াও হাতে আছে আরো বেশ কয়েকটি নাটকের কাজ। কাজ করতে করতে দম ফেলার ফুরসত নেই ছোট পর্দার এ অভিনেত্রীর।

কয়েক বছর ধরেই ব্যতিক্রমী সব চরিত্রে কাজ করছেন সাবিলা। বিশেষ করে গত ঈদে প্রচারিত হওয়া বেশ কয়েকটি নাটক সবার নজর কেড়েছে। তার মধ্যে ‘উবার’, ‘বেটার হাফ’, ‘ছ্যাঁকা খেয়ে বেঁকা’, ‘জোকার জসিম’, ‘টোটাল রিলোডেড’ ও ‘দ্য টেইলর’ অন্যতম। এর মধ্যে উবার নাটকটি ছিল আলোচনার তুঙ্গে।

টিভি নাটকের পাশাপাশি করছেন টেলিভিশনের অনুষ্ঠানের কাজও। দিনকে দিন সাবিলার নিত্যনতুন গল্পের প্রতি আগ্রহ আরো তীব্র হচ্ছে। পরিণত চরিত্রে নিজেকে উপস্থাপন করা সাবিলার নেশা হয়ে গেছে। এককথায় নতুন গল্প যেখানে, সাবিলা সেখানে। এত গেল ছোট পর্দার গল্পসল্প। কিন্তু বড় পর্দা! সেখানেও একই দশা। এখনো মনের মতো গল্প খুঁজে পাননি সাবিলা, তাই বড় পর্দার কোনো প্রজেক্টে দেখা যাচ্ছে না তাকে। এ নিয়ে সাবিলা বলেন, সিনেমায় কাজ করার ইচ্ছে আছে। তবে বড় পর্দা বলেই প্রস্তুতিটা হওয়া চাই বড়সড়। তাই সিনেমার কাজের জন্য আমার আরেকটু সময় প্রয়োজন।

সাবিলা নূরের কাছে অভিনয় বিষয়টি গুরুত্বপূর্ণ। এ বিষয়ে সাবিলা বলেন, নাটক কোথায় প্রচারিত হচ্ছে এটাও কম গুরুত্বপূর্ণ নয়। ব্যতিক্রমধর্মী কাজ করার চেষ্টা করি। একটা সময় সব নাটকই টিভিতে প্রচারিত হতো। এর পাশাপাশি আসে ইউটিউবের বিষয়টি। এখন সময়ের সঙ্গে তাল মিলিয়ে ওয়েবভিত্তিক কন্টেন্ট নির্মাণ হচ্ছে। নাটক প্রচারের আলাদা একটি জায়গা তৈরি হয়েছে। যা মোটেও নেতিবাচক নয়। এছাড়া টিভি নাটকের তুলনায় ওয়েব সিরিজের বাজেটের পরিমাণ বেশি থাকে। ‘ওয়েডিং বেল’ নামের একটি ওয়েব সিরিজে কাজ করতে গিয়ে দেখেছি, আয়োজনের কোনো কমতি থাকে না সেখানে। পুরো সিরিজের কাজ হয়েছিল একটি বিয়ের বাড়িতে। ভালো লেগেছে।

দর্শকের ইতিবাচক সাড়া নতুনভাবে কাজ করতে উৎসাহ জোগায় বলে জানান এ অভিনেত্রী। ২০১৪ সাল থেকেই সাবিলা নূর নাট্যাঙ্গনে নিজের অভিনয়শৈলীর জ্যোতি ছড়িয়ে দর্শক হূদয়ে পাকাপোক্ত অবস্থান করে নিয়েছেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে ‘ইউ টার্ন’, ‘মাঙ্কি বিজনেস’, ‘কল্পনার ঘর’, ‘কেমিস্ট্রি’, ‘টিন টিন’, ‘মাস্তি আনলিমিটেড’, ‘শত ডানার প্রজাপতি’, ‘চুপ’, ‘সনাতন কাব্য’, ‘বুলেট প্রফ ম্যারেজ’, ‘ক্রস কানেকশন’, ‘মিসফায়ার’, ‘জোনাকির আলো’, ‘খন্দকার সাহেব’, ‘ভালোবাসার ভূত ও ভবিষ্যৎ’, ‘থ্রি ফ্রেন্ডস’, ‘হেল মেট’, ‘এমএমএস’, ‘টুগেদার’, ‘ক্ষরণ’ ‘প্রতিশোধ’, ‘অপরাজিতা তুমি’, ‘জল কলঙ্ক’ ‘সাইরেন’, ‘লাভ অ্যান্ড কোম্পানি’, ‘সমাপ্তি’, ‘পাষাণ ইজ ব্যাক’, ‘যা কিছু ঘটে’, ‘মেঘ এনেছি ভেজা’, ‘যেমন খুশি তেমন সাজো’ ইত্যাদি। এছাড়া উপস্থাপনায়ও সাবিলা মুগ্ধতা ছড়িয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads