• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

শোবিজ

বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন খায়রুল আলম সবুজ

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৭ জানুয়ারি ২০২০

খায়রুল আলম সবুজকে সবাই একজন অভিনেতা হিসেবেই বেশি চেনেন-জানেন। কিন্তু এর বাইরেও তিনি একজন নাট্যকার, লেখক এবং সংগীতশিল্পী এটা খুব কমই জানেন সবাই। একজন অনুবাদক হিসেবেও তার বেশ সুনাম রয়েছে। অনুবাদ ক্ষেত্রে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হতে যাচ্ছেন খায়রুল আলম সবুজ। বাংলা একাডেমি সূত্রে বিষয়টি নিশ্চিত জানা গেছে। নিশ্চয়তা দিয়েছেন অভিনেতা খায়রুল আলম সবুজ নিজেও। গতকাল সকালে বিষয়টি প্রসঙ্গে খায়রুল আলম সবুজ বলেন, ‘অনেক আগেই বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাওয়ার স্বপ্ন দেখেছিলাম। কারণ সাহিত্য ক্ষেত্রে আমার যে পদচারণা যারা আমার খুব কাছের তারা বেশ ভালো করেই জানেন। তবে দর্শক আমাকে অভিনেতা হিসেবেই সবচেয়ে বেশি জানেন। যাই হোক অবশেষে অনুবাদ ক্ষেত্রে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছি, এটাই আমার জন্য অনেক আনন্দের, ভালো লাগার। যেকোনো পুরস্কারই অনেক বড় অনুপ্রেরণার। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঠিক তেমনি আমার কাছে অনেক বড় অনুপ্রেরণার বিষয়।’ আগামী ২ ফেব্রুয়ারি বাংলা একাডেমিতে একুশে গ্রন্থ মেলা ও আন্তর্জাতিক সাহিত্য মেলা শুরুর প্রথম দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে খায়রুল আলম সবুজ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার গ্রহণ করবেন বলে জানান সবুজ। খায়রুল আলম সবুজের লেখা চারটি গল্পগ্রন্থ প্রকাশিত হয়েছে। সেগুলো হচ্ছে ‘স্বর্ণলতার বৃক্ষ চাই’, ‘বুড়ো বট ও শকুন’, ‘মমতাজ গায়েন’ ও ‘পবিত্র ও আড্ডাবাজ কয়েকজন’। এছাড়া রয়েছে একটি গল্প সমগ্র। এখন পর্যন্ত সবুজ ৩৫টিরও বেশি টিভি নাটকও লিখেছেন। গতকাল বাংলাদেশ টেলিভিশনে তার লেখা ‘আত্মজা’ নাটকটি প্রচারিত হয়েছে। ১৯৯৪ সালে এ নাটকে তিনি নিজেই অভিনয় করেছিলেন। তার সেই চরিত্রটিতে গতকাল অভিনয় করেছেন আহসান হাবিব নাসিম। বাজারে সবুজের কবিতার বইও পাওয়া যায়। সেগুলো হচ্ছে ‘উপেনের জমি’, ‘স্বপ্নের সবুজ ডাঙ্গা’, ‘জলপাই পাতা ঝরেছিল’ ইত্যাদি। এদিকে এরই মধ্যে জুয়েল মাহমুদের নির্দেশনায় খায়রুল আলম সবুজ ‘চিরঞ্জীব মুজিব’ সিনেমায় অভিনয় করছেন। এতে তিনি বঙ্গবন্ধুর বাবার চরিত্রে অভিনয় করছেন। খায়রুল আলম সবুজ সোফিয়া লরেনের বায়োপিকও অনুবাদ করেছেন। এদিকে শিগগিরই তার প্রথম আধুনিক গানের অ্যালবাম প্রকাশিত হবে। অ্যালবামে তিনি হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, সুবীর সেনের গান নতুন করে গেয়েছেন। গানের এই অ্যালবামটি নিয়েও তিনি আশাবাদী। আপাতত খায়রুল আলম সবুজ কোনো ধারাবাহিকে অভিনয় করছেন না। বাচ্চাদের নিয়েও সবুজ বেশ কয়েকটি বই লিখেছেন। খায়রুল আলম সবুজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স  ও মাস্টার্স সম্পন্ন করেছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads