• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯

শোবিজ

বিশেষ অনুষ্ঠানে তারা তিনজন

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৮ জানুয়ারি ২০২০

আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আর ২৬ মার্চ স্বাধীনতা দিবস। এই দুটি দিবসকে কেন্দ্র করে বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘বাংলা স্টুডিও’ বেশ কয়েকজন সংগীতশিল্পীকে নিয়ে বিশেষ পর্ব নির্মাণ করেছে। গত ২৬ জানুয়ারি বিটিভির নিজস্ব স্টুডিওতে গানগুলোর দৃশ্যায়ণের কাজ সম্পন্ন হয়েছে। বিশেষ দুটি দিবসে গান গেয়েছেন শাহনাজ রহমান স্বীকৃতি, স্বরলিপি ও প্রিয়াংকা বিশ্বাস।

স্বীকৃতি গেয়েছেন ‘সালাম সালাম হাজার সালাম’ গানটি। গানটি লিখেছিলেন ফজল-এ-খোদা, সুর করেছিলেন এবং গেয়েছিলেন প্রয়াত আবদুল জব্বার। স্বীকৃতি বলেন, ‘এবারই প্রথম কোনো অনুষ্ঠানে আমি “সালাম সালাম হাজার সালাম” গানটি গেয়েছি। গানটির সাথে সত্যিকার অর্থেই কত যে আবেগ, ভালোবাসা, শ্রদ্ধা মিশে আছে তা গাইতে গিয়ে আরো গভীরভাবে উপলব্ধি করেছি। ধন্যবাদ বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষকে আমাকে এই অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ দেওয়ার জন্য।’

অনুষ্ঠানে স্বরলিপি গেয়েছেন রুনা লায়লার গাওয়া বিখ্যাত গান ‘নদীর মাঝি বলে’ গানটি। গানটি লিখেছিলেন আবু হেনা মোস্তফা কামাল এবং সুর-সংগীত করেছিলেন খন্দকার নূরুল আলম। স্বরলিপি বলেন, ‘বিভিন্ন অনুষ্ঠানে এই গান গাওয়া হলেও এবারই প্রথম কোনো বিশেষ দিবসের জন্য কোনো চ্যানেলের জন্য প্রথম গাইলাম। শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডাম আমার ভীষণ প্রিয় একজন শিল্পী। তার গান গাইতে পারাও সৌভাগ্যের বিষয়। আমি আমার অবস্থান থেকে চেষ্টা করেছি যতটা ভালোভাবে গানটি গাওয়া যায়। কেমন হয়েছে শ্রোথা দর্শকই ভালো বলতে পারবেন।’

প্রিয়াংকা বিশ্বাস গেয়েছেন গাজী মাজহারুল আনোয়ারের লেখা ও সুবীর নন্দীর সুর করা ‘আমার গানের অন্তরা আমার বাংলাদেশ’ গানটি। এই গানটির মূল শিল্পী সুবীর নন্দী, তপন চৌধুরী ও শাকিলা জাফর।

প্রিয়াংকা বিশ্বাস বলেন, ‘কিছুটা নতুন করে ফিউসন করে গানটি গাওয়ানো হয়েছে আমাকে দিয়ে। যে কারণে গানটি সংগীতায়োজনে আরেকটি নতুন রূপ পেল। আগের সুরেই গানটি আমি সর্বোচ্চ ভালোভাবেই গাওয়ার চেষ্টা করেছি। আশা করছি শ্রোতা দর্শকের ভীষণ ভালো লাগবে।’

এদিকে প্রিয়াংকা বিশ্বাস গতকাল রাজধানীর উত্তরা ক্লাবে একটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন। আগামী ৩১ জানুয়ারি পটুয়াখালী, ৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম এবং ৮ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতানে সংগীত পরিবেশন করবেন। স্বীকৃতির প্রথম একক অ্যালবাম ছিল ‘হূদয়ের শিহরণ’। পরে আরো ছয়টি অ্যালবাম প্রকাশিত হয়। সিনেমাতে তিনি প্রথম প্লে-ব্যাক করেন আহমেদ ইমতিয়াজ বুলবুলের লেখা ও সুরে ‘মায়ের সম্মান’ সিনেমায়। এখন পর্যন্ত সাতশর বেশি গান গেয়েছেন তিনি সিনেমায়। এদিকে গানের পাশাপাশি সংগীত শিক্ষা দিয়ে আসছেন স্বরলিপি। মাস্টারমাইন্ড স্কুল, নজরুল একাডেমি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরশেনের একটি প্রতিষ্ঠানে তিনি সংগীতে তালিম দিয়ে থাকেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads