• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
সহশিল্পীদের মাঝে টনি ডায়েস

সংগৃহীত ছবি

শোবিজ

সহশিল্পীদের মাঝে টনি ডায়েস

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ জানুয়ারি ২০২০

বাংলাদেশের নাট্যাঙ্গনের একসময়ের জনপ্রিয় অভিনেতা টনি ডায়েস দীর্ঘদিন ধরে সপরিবারে আমেরিকায় আছেন। আজ থেকে ছয় বছর আগে সর্বশেষ টনি ডায়েস ঢাকায় এসেছিলেন। কিন্তু গেল বুধবার কলেজ জীবনের বন্ধুদের সঙ্গে সময় কাটাতে ঢাকায় নেমেই চলে গিয়েছিলেন কক্সবাজার। সেখানেই টানা কয়েকদিন থাকার পর ঢাকায় ফিরেই গত সোমবার রাতের ফ্লাইটে আবার আমেরিকার উদ্দেশে উড়াল দেন। যাওয়ার আগে অনেকটাই হঠাৎ করে টনি ডায়েসের অনেক নাটকের সহশিল্পী তারিন জাহানের আয়োজনে টনি ডায়েস তার দীর্ঘদিনের অনেক সহশিল্পীর সঙ্গে এক প্রাণবন্ত আড্ডায় মিলিত হয়েছিলেন।

রাজধানীর বনানীর একটি অভিজাত রেস্তোরাঁয় গত সোমবার বিকেল চারটা থেকে রাত প্রায় আটটা পর্যন্ত তারিনের উদ্যোগে টনি ডায়েসের সঙ্গে দেখা করতে, আড্ডা দিতে যারা উপস্থিত হয়েছিলেন, তারা হচ্ছেন আজিজুল হাকিম, শহীদুজ্জামান সেলিম, তৌকীর আহমেদ, তানভীন সুইটি, জিনাত হাকিম, গোলাম ফরিদা ছন্দা, রুনা খান, মৌসুমী নাগ, আশনা হাবিব ভাবনা, পরিচালক এস এ হক অলিক, শান্তা রহমানসহ আরো বেশ ক’জন। খুব অল্প সময়ের মধ্যে তারিনের উদ্যোগে টনি ডায়েসের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটাতে পেরে শিল্পীরাও ছিলেন বেশ উচ্ছ্বসিত। সুন্দর এই আয়োজনের জন্য শিল্পীরা তারিনকে বিশেষ ধন্যবাদ জানান। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে সবার সঙ্গে দেখা হওয়ায় টনি ডায়েস ছিলেন বেশ উচ্ছ্বসিত।

টনি ডায়েস বলেন, ‘সত্যি বলতে কী সবাই আমাকে যে খুব ভালোবাসে, খুব মিস করে এই হঠাৎ আয়োজনের মধ্য দিয়ে তা-ই প্রমাণিত হলো। সবারই একটাই কথা ছিল, সবাই একটি মুহূর্তের জন্য হলেও আমার সঙ্গে দেখা করবে। তারিনই মূলত এই উদ্যোগটা নেন। আমি ভেবেছিলাম দু-একজন আসবে। কিন্তু সেলিম ভাই, তৌকীর ভাইসহ বাকি যারা এসেছিলেন, সেটা সত্যিই আমাকে রীতিমতো মুগ্ধ করে রেখেছিল পুরোটা মুহূর্ত। যদিও অল্প সময়ের জন্য সেই আড্ডাটি ছিল। কিন্তু এতটাই প্রাণবন্ত আড্ডা ছিল যে, সেই আড্ডা ছেড়ে যেতে আমার ভেতরে কষ্ট হচ্ছিল।’

টনি ডায়েস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সাবেক শিক্ষার্থী। কক্সবাজারে যাওয়ার আগে সেখানেও কিছুটা সময় ঘুরে আসেন তিনি। টনি ডায়েস অভিনীত প্রথম টিভি নাটকে অভিনয় করেন ‘তথাপি’ ধারাবাহিকে। এটি রচনা করেছিলেন ফকির আশরাফ এবং প্রযোজনা করেছিলেন জিয়া আনসারী। প্রথম প্যাকেজ খণ্ডনাটক ছিল সাদিয়া ইসলাম মৌর বিপরীতে ‘অভিমানে অনুভবে’। এটি রচনা ও পরিচালনা করেছিলেন ফারিয়া হোসেন। টনি অভিনীত প্রথম সিনেমা ছিল নারগিস আক্তারের ‘মেঘের কোলে রোদ’। পরে তিনি একই পরিচালকের ‘পৌষ মাসের পিরিত’ সিনেমায়ও অভিনয় করেন। দেশে সর্বশেষ তিনি মৌসুমী নাগের বিপরীতে অভিনয় করেন।

তবে গেল বছর তিনি আমেরিকায় রহমতুল্লাহ তুহিনের নির্দেশনায় ‘নিউইয়র্ক থেকে বলছি’ ধারাবাহিকে অভিনয় করেন। টনি ডায়েস জানান, তার বিপরীতে সবচেয়ে বেশি অভিনয় করেন আফসানা মিমি, তানভীন সুইটি, তারিন ও রিচি। টনি ডায়েসকে দর্শক মঞ্চে দেখেছেন ‘নাগরি’। টনি ডায়েস প্রথম নিজের ছবি তোলেন রফিকুর রহমান রেকুর কাছে। ২০০৫ সালে প্রথম নির্দেশনা দেন তিনি, নাটকের নাম ছিল ‘দূর কুয়াশায় তুমি’। এরপর আরো কয়েকটি নাটক নির্মাণ করেন। টনির গ্রামের বাড়ি নোয়াখালী। সেখানে তার একমাত্র ফুফু জয়সি কুইয়া থাকেন। টনি ডায়েস ‘নাগরিক নাট্যসম্প্রদায়’র হয়ে মঞ্চে অভিনয় করতেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads