• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

শোবিজ

প্রশংসিত ঐশীর নতুন গান

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৩ ফেব্রুয়ারি ২০২০

রাকিবা ইসলাম ঐশী, ২০১৭’র সেরা কণ্ঠ’র চ্যাম্পিয়ন। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে পড়াশোনা করছেন তিনি। পড়াশোনা আর গান সমানতালে দুটোতেই নিজেকে মগ্ন রেখেছেন। গেল ৩০ জানুয়ারি জীবনে প্রথমবারের মতো সংগীতে কৃতিত্বের জন্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ঐশী। আর এই নিয়ে ‘সেরাকণ্ঠম’ পরিবার যেমন গর্বিত ঠিক তেমনি গর্বিত ঐশীর পরিবার, গর্বিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঐশীর সংগীত বিভাগ।

সংগীত বিভাগের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী অণিমা রায়’ তো ঐশীর প্রাপ্তিতে উচ্ছ্বসিত হয়ে তাকে নিয়ে ফেসবুকে বুকভরা গর্ব নিয়ে একটি স্ট্যাটাসও দিয়েছেন। ঐশী গানে নিজেকে গড়ে তুলেই এসেছেন গানের ভুবনে। এখনো গান শিখছেন তিনি প্রতিনিয়ত। তবে বলা যায় গানকে পেশা হিসেবে এখনো পুরোপুরি না নিলেও এই সময়েই চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড প্রাপ্তিতে ভীষণ খুশি ঐশী। এদিকে কিছুদিন আগে জানুয়ারির জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ঐশীর নতুন গান ‘তোমার আর সময় মেলে না’। গানটি লিখেছেন কবি, লেখক ও গীতিকার লুৎফর হাসান। গানটির সুর করেছের লুৎফর, সংগীতায়োজন করেছেন জন। এবারই প্রথম ঐশী তার নিজের গাওয়া কোনো মৌলিক গানে প্রথম মিউজিক ভিডিওতে অংশ নেওয়া। তাই বিষয়টি নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব শুরুতে থাকলেও লুৎফর হাসানের সহযোগিতায় সেই দ্বিধাদ্বন্দ্ব কেটে যায়। নিজেই অংশ নেন নিজের গানের মিউজিক ভিডিওতে। গানটির জন্য বেশ সাড়া পাচ্ছেন ঐশী।

ঐশী বলেন, ‘এই গানের অভিজ্ঞতাটা একেবারেই অন্যরকম ছিল। কারণ নিজের কোনো গাওয়া গানে এবারই প্রথম আমি মডেল হিসেবে কাজ করেছি। আমি এবং লুৎফর ভাই এই গানটির জন্য অনেক শ্রম দিয়েছি। আমাদের বিশ্বাস ছিল যে গানটি শ্রোতা দর্শকের ভালো লাগবে। দিন যাচ্ছে শ্রোতাদের ভালোলাগা বাড়ছে গানটির প্রতি, আমি তাতেই খুশি। আশা করছি আগামীতে আরো ভালো ভালো গান শ্রোতা দর্শককে উপহার দিতে পারব।’

ঐশী গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেছেন প্রয়াত বাসু দেব ঘোষের কথা। কারণ তারই সংগীতায়োজনে ঐশী প্রথম নজরুল সংগীতে কণ্ঠ দেন। গানটি ছিল ‘আমার নয়নে নয়ন রাখি’। গানটি ‘রূপকথা মিউজিক’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছিল। আবার ঐশী যখন ২০১৭ সালে ‘সেরা কণ্ঠ’ প্রতিযোগিতায় অংশ নেন তখন ইবরার টিপুর নতুন সংগীতায়োজনে শাহনাজ রহমতুল্লাহ’র গাওয়া ‘যেভাবেই বাঁচি বেঁচে তো আছি’ গানটি সেই সময় বিচারকদের ঐশীর গায়কিতে মুগ্ধ করেই, মুগ্ধ করেছিল দর্শককেও। এই গানটিও ইউটিউবে প্রতিনিয়ত শ্রোতা দর্শকরা শুনছেন, মুগ্ধ হচ্ছেন ঐশীর গায়কিতে। ঐশী সোহেল আরমানের ‘হূদয় আছে যার’ নাটকে ‘নীল আকাশে বসে’ গানটিতে কণ্ঠ দিয়েছিলেন। ঐশী জানান মুনতাসির তুষারের সুরেও বেশ কয়েকটি গান গাইছেন তিনি। শিগগিরই গানগুলো প্রকাশিত হবে বলেও জানান ঐশী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads