• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

শোবিজ

শায়লা সাবির ‘কাছে আসা’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৭ ফেব্রুয়ারি ২০২০

শোবিজে ভালোবাসা দিবস উদযাপন চলছে নানা আয়োজনে। দিবসটি পেরিয়েও দর্শক চাহিদায় প্রচার হচ্ছে নানা রকম নাটক-টেলিছবি ও গান। এদিন উপলক্ষে লুমিনো পিকচার্স ব্যানারে নির্মিত হয়েছে ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘কাছে আসা’। প্রেম, ভালোবাসা, চাওয়া-পাওয়া আর আবেগের মিশেলে নির্মিত এ নাটকে জুটি বেঁধেছেন তাহসান খান ও শায়লা সাবি।

শায়লা সাবি এই নাটক নিয়ে বেশ আশাবাদী। তিনি বলেন, ‘ভালোবাসা দিবসের নাটকগুলো নিয়ে দর্শকের বাড়তি আগ্রহ থাকে। তার মধ্যে খুব যত্ন নিয়ে বেশ নতুন ভাবনার গল্পে ‘কাছে আসা’ নাটকটি তৈরি হয়েছে। তাহসান ভাইয়ের সঙ্গে কাজ করে খুব মজা পেয়েছি।’ নাটকটি প্রযোজনা করেছেন আর এইচ তানভীর। আজ লুমিনো পিকচার্সের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে। এটি নির্মাণ করেছেন মাবরুর রশীদ বান্নাহ।

চ্যানেল আইয়ের সেরা নাচিয়ে প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রেখেছিলেন শায়লা সাবি। ২০১৪ সালে গীতালী হাসানের ‘প্রিয়া তুমি সুখী হও’ সিনেমায় নায়ক ফেরদৌসের বিপরীতে অভিনয় করেন। এরপর আকরাম খানের ‘ঘাসফুল’ এবং সাইমন তারিকের ‘ক্রাইম রোড’ ছবিতেও তিনি অভিনয় করেন। মাঝে বিয়ে ও এক বছর আগে কন্যাসন্তানের মা হন তিনি। তাই প্রায় দুই বছর ক্যামেরার বাইরে ছিলেন। আবার অভিনয়ে ফিরেছেন শায়লা সাবি। ফিরেই কাজ করেছেন মোশাররফ করিম, তাহসান, আফরান নিশো, জোভান ও ইরফান সাজ্জাদের সঙ্গে।

শায়লা সাবি বলেন, সত্যি বলতে ফিরে আসার আগ পর্যন্তও বুঝিনি আমার জায়গাটি ঠিক আগের মতোই আছে। অবাক লেগেছে, দর্শকরা এখনো আমাকে মনে রেখেছেন। যে নির্মাতা, সহশিল্পীদের সঙ্গে কাজ করতাম, তারাও আগ্রহ দেখাচ্ছেন। সবমিলিয়ে বোঝার উপায় নেই আমি মাঝে প্রায় দুবছর এ জগতের বাইরে ছিলাম। শায়লা সাবি অভিনয় করেছেন তানিম রহমান অংশু পরিচালিত ‘আদি’ চলচ্চিত্রে। এ ছবিতে তার নায়ক হিসেবে দর্শকরা এবিএম সুমনকে দেখতে পাবেন। এদিকে একটি আর্টফিল্মে কাজের প্রস্তাব পেয়েছেন শায়লা সাবি। তবে আপাতত ফিল্মে নিয়মিত হচ্ছেন না তিনি। নিজেকে প্রস্তুত করছেন। সব ঠিক থাকলে ও সময় মিললে আবারো হয়তো দর্শকরা তাকে বড় পর্দায় দেখতে পাবেন।

এরই মধ্যে এ সময়ের তারকা শিল্পী ইমরান মাহমুদুলের ‘কি জ্বালা দিলা তুমি’ গানটির মিউজিক ভিডিওতে তার সঙ্গে মডেল হলেণ শায়লা সাবি। এবারই প্রথম ইমরান গানের মডেল হলেন তিনি। গানটি জনপ্রিয় হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads