• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

শোবিজ

তোপের মুখে ফারুক

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৭ ফেব্রুয়ারি ২০২০

বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র সালমান শাহ। যিনি তার অভিনয় আর স্টাইল দিয়ে জয় করে নিয়েছেন লাখো দর্শকের মন। স্বল্প সময়ে তিনি বাংলা চলচ্চিত্রকে দিয়ে গেছে অনেক সুপারহিট ছবি।

সম্প্রতি চলচ্চিত্রের মিঞা ভাইখ্যাত চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের সালমান শাহকে নিয়ে একটি ভিডিও সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ১৫ সেকেন্ডের ওই ভিডিওতে ফারুক বলেন, সালমান শাহ কী? আহামরি কী সে এমন, এত কথা বলো, কী সে... তোমার মতো হাজারো সালমান শাহকে বিট করে দিচ্ছে আমাদের শাকিব। কোথায় নিয়ে চলে গেছে শাকিব। এগুলো ধরলে আমরা কিন্তু কথা বলতে পারি।

সালমান শাহকে নিয়ে ফারুকের এমন মন্তব্যে ফেসবুকজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। তার ভাইরাল হওয়া এই ভিডিওতে নেচিবাচক মন্তব্যই পড়ছে বেশি।

ভিডিও’র ক্যাপশন হিসেবে লেখা হয়েছে, ফারুক সাহেব নিজেই নিজের শ্রদ্ধার জায়গাটিকে নষ্ট করলেন।

সেখানে লিটন সিকদার নামে একজন লিখেছেন, সালমান শাহকে এরকম কথা বলার কারণ, ফারুক সাহেবের ‘সুজন সখী’ ছবিতে তার চেয়ে বেশি দর্শক দেখছেন। এই হিংসার কারণে উনি আর সালমান শাহকে নিয়ে এ ধরনের কথা বলছেন।

মানিক খান নামে একজন লিখেছেন, ফারুক মিয়া উনার এই কথাগুলোর জন্য সবার কাছে নিন্দিত হয়ে গেছেন। উনি নিজেকে পচিয়ে দিয়েছেন। উনাকে আর মানুষ সম্মান করবে না। উনার বোঝা উচিত একজন সালমান শাহের মতো জনপ্রিয় হতে উনার আরেক জনম জন্ম নিলেও পারবেন কি না সন্দেহ। ফারুক মিয়া হিংসুক মানুষ, তাই আমাদের সবার প্রিয় নায়ক সালমান শাহের জনপ্রিয়তাকে ভয় পান।

এমডি সুমন লিখেছেন, মামা ফারুক সাহেব হঠাৎ করে মরহুম সালমান শাহর প্রতি এত রেগে গেলেন কেন? যেই শাকিব খান আমাদের কোনো ভালো কিছু উপহার দিতে পারে নাই, শাকিব খানের শুধু আছে অ্যাকশন।

১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক হয় সালমান শাহর। মাত্র চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে অভিনয় করেছেন ২৭টি চলচ্চিত্রে। তার অভিনীত ছবির মধ্যে রয়েছে- কেয়ামত থেকে কেয়ামত, অন্তরে অন্তরে, দেন মোহর, তোমাকে চাই, বিক্ষোভ, বিচার হবে, চাওয়া থেকে পাওয়া, আনন্দ অশ্রু, আশা ভালোবাসা, জীবন সংসার, মহামিলন, স্বপ্নের পৃথিবী, স্বপ্নের ঠিকানা, এই ঘর এই সংসার, আঞ্জুমান, কন্যাদান, মায়ের অধিকার, প্রেম যুদ্ধ, স্নেহ, সত্যের মুত্যু নাই, সুজন সখী, তুমি আমার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads