• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

শোবিজ

মডেল হিসেবেও সাড়া ফেলছেন নন্দিতা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৭ ফেব্রুয়ারি ২০২০

এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পীদের মধ্যে অন্যতম একজন সানজিদা মাহমুদ নন্দিতা। মিষ্টি কণ্ঠ দিয়ে তিনি তার ঘরানার গান গেয়ে শ্রোতা-দর্শকের মন জয় করে নিয়েছেন। যে কারণে স্টেজ শোগুলোতেও তার বেশ চাহিদাও রয়েছে। গত বছর প্রথমবারের মতো বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন নন্দিতা। অনম বিশ্বাসের নির্দেশনায় বাংলালিংকের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে বেশ সাড়া ফেলেন তিনি। পরে একটি প্রতিষ্ঠানের ড্রাই কেক’র বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেন যা নির্মাণ করেন আদনান। গেল ভালোবাসা দিবসে নন্দিতার তৃতীয় বিজ্ঞাপন (একটি বহুজাতিক প্রতিষ্ঠানের আটা’র বিজ্ঞাপন) অনলাইনে প্রকাশের পর থেকেই বিজ্ঞাপনটির জন্য দারুণ সাড়া পাচ্ছেন তিনি। মূলত বিজ্ঞাপনটিতে একজন মডেল হিসেবে নন্দিতার ন্যাচারাল উপস্থিতিই দর্শককে ভীষণভাবে মুগ্ধ করছে। এর আগের দুটি বিজ্ঞাপনের চেয়ে আটার বিজ্ঞাপনটির জন্য অনেক বেশি সাড়া পাচ্ছেন নন্দিতা।

নন্দিতা বলেন, ‘গত ১১ ফেব্রুয়ারি দিনব্যাপী অনেক কষ্ট করে এই বিজ্ঞাপনের শুটিং-এ অংশ নিয়েছিলাম। যেহেতু ভালোবাসা দিবসের জন্য বিজ্ঞাপনটি নির্মাণ করা হচ্ছিল, তাই একটু তাড়াহুড়াও ছিল ইউনিটজুড়ে। ভালোবাসা দিবসের দিন বিজ্ঞাপনটি প্রকাশের পর থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি আমি। এতটা সাড়া পাব, ভাবতেও পারিনি আমি। যারাই আমাকে বিজ্ঞাপনটির বিষয়ে কথা বলছেন, তারাই বলছেন আমাকে বিজ্ঞাপনটিতে ন্যাচারাল উপস্থিতিই তাদেরকে মুগ্ধ করছে।’

বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন সোহাগ। এদিকে ভালোবাসা দিবসের পর দিনই ইউটিউবে প্রকাশিত হয়েছে নন্দিতার নতুন গান ‘তোমার ঐ ভালোবাসায়’। গানটি লিখেছেন সঞ্জয় মুখার্জি ও তিতাস কাজী। গানটি সুর করেছেন তিতাস কাজী এবং সংগীতায়োজন করেছেন মীর মাসুম। গানটিতে নন্দিতার সহশিল্পী হিসেবে আছেন জুয়েল।

গানটি প্রসঙ্গে নন্দিতা বলেন, ‘গানটি সিনেমার জন্য যথেষ্ট মানানসই একটি গান। কোনো সিনেমাতে গানটি গল্প অনুযায়ী ব্যবহার করা গেলে গানটি আরো অনেক শ্রোতা-দর্শকের কাছে পৌঁছাত।’ এদিকে মডেল হিসেবে সাড়া পাওয়ার কারণে নাটকে অভিনয় করার আগ্রহ রয়েছে কি না এমন প্রশ্নের জবাবে নন্দিতা জানান, ভালো স্ক্রিপ্ট, মনের মতো চরিত্র এবং নির্মাতার ওপর নির্ভর করছে নাটকে অভিনয়ের বিষয়টি। বর্তমানে স্টেজ শো নিয়েও বেশ ব্যস্ত রয়েছেন নন্দিতা। নন্দিতার কণ্ঠে যেসব গান শ্রোতা-দর্শকের কাছে প্রিয় হয়ে উঠেছে সেই গানগুলো হচ্ছে ‘নোনাজল’, ‘আমার সেই তুমি’, ‘দুমুঠো বিকেল’, পুরোনো দিনের বাংলা গান ‘এক বৈশাখে দেখা হলো দুজনার’ ইত্যাদি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads