• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

শোবিজ

শিমুলের ব্যস্ততা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৮ ফেব্রুয়ারি ২০২০

একসময় টিভি পর্দায় অপরিহার্য ছিলেন মডেল ও অভিনেতা মনির খান শিমুল। অনেক আলোচিত নাটকে অভিনয় করে দর্শকের হূদয়ে জায়গা করে নেন। মাঝে অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন। বিরতির পর আবার ফিরেছেন অভিনয়ে। চলতি বছরের প্রথম থেকে অভিনয় শুরু করেছেন।

অভিনয়ে ফিরার বিষয়ে শিমুল বলেন, ‘একসময় টিভি নাটকে নিয়মিত অভিনয় করতাম। অনেক ভালো ভালো নির্মাতার নাটকে কাজ করেছি। তবে দীর্ঘ একটা সময় ধরে আমি অভিনয়ে নিয়মিত নই। অভিনয়ে নিয়মিত না থাকায় অনেকেই বলেন আমি অভিনয় করছি না কেন? দর্শকরা আমাকে নাটকে নিয়মিত দেখতে চান। ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজ নিয়ে আমি এতদিন প্রচুর ব্যস্ত ছিলাম। গেল বছরে আমি বলেছিলাম ২০২০ সাল থেকে অভিনয়ে নিয়মিত হব। চলতি বছরের প্রথম থেকেই অভিনয় শুরু করেছি। পরিকল্পনা আছে এ বছরে ৫০টির মতো নাটক করব। চলচ্চিত্রের ভালো প্রস্তাব পেলে তাতেও অভিনয় করব।’

জানুয়ারি মাসে আমি চারটি নাটকে কাজ করেছেন শিমুল। প্রথম অভিনয় ভারতের ‘হৈ চৈ’ প্লাটফর্ম একটি নাটকে। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বাংলাদেশের দুই নির্মাতাকে দিয়ে তারা দুটি নাটক করিয়েছেন। নাটক দুটি পরিচালনা করেছেন গিয়াস উদ্দিন সেলিম ও নুরুল আলম আতিক। শিমুল গিয়াস উদ্দিন সেলিমের নির্দেশনায় ‘পাঁচফোড়ন’ নাটকে কাজ করেছেন। এতে তার সহশিল্পী স্বাগতা। বিশ্ব ভালোবাসা দিবসের দিন নাটকটি প্রচার হয়েছে। এছাড়া মিজানুর রহমান আরিয়ানের ‘প্রতিদিন’, তানভিরের ‘তোমার কাছে যাব’ ও মাসুদ আল জাবিরের ‘জেরিন’। সামনে দুটি নতুন ওয়েব সিরিজের কাজ শুরু করবেন বলে জানান এ অভিনেতা।

দীর্ঘদিন পর মডেল মৌ-এর সঙ্গে অভিনয় করলেন শিমুল। এককালে নাটকের জনপ্রিয় জুটি ছিল শিমুল-মৌ। এ বষিয়ে শিমুল বলেন, ‘আমি ও সাদিয়া ইসলাম মৌ দুজনেই এখন নাটকে অনিয়মিত। আমরা একসঙ্গে বেশ কিছু নাটকে কাজ করেছি। মৌ তার ক্যারিয়ারের প্রথম নাটক করেন আমার সঙ্গে। আমি, আফজাল ভাই ও মৌ সেই নাটকে কাজ করেছিলাম। নাটকের নামটা মনে নেই। দীর্ঘদিন পর আবার মৌ-এর সঙ্গে কাজ করছি রেজাউলের পরিচালনায় একটি নাটকে।’

নাটকের বর্তমান অবস্থা সম্পর্কে এ তারকা বলেন, ‘ব্যস্ততার ফাঁকে নাটক দেখা হয়। ভালো মানের নাটকের সংখ্যা খুব কম। এমন কিছু নাটক হচ্ছে যা নির্মাণের কোনো মানে নেই। অযথাই এসব নাটক করা হচ্ছে। নেই কোনো গল্প, নির্মাণে দুর্বলতা, অভিনয়েও তেমন কিছু নেই। এখনকার মতো আগে প্রযুক্তির এতো সুবিধা ছিল না। আগে যারা নাটকে কাজ করতেন সবাই যোগ্যতা নিয়ে কাজ করতেন। কাজের প্রতি আন্তরিকতার অভাব ছিল না। যত্ন নিয়ে নিখুঁতভাবে কাজ করতেন। এখন অনেকেই না বুঝে নাটক করছেন। গোঁজামিলের আশ্রয় নিচ্ছেন। মেধাবীদের সংখ্যা কম। তবে এখন কিছু কিছু নাটক হচ্ছে সত্যিই দারুণ। কোনো কোনো নাটক আমাদের ওই সময়কার চেয়েও অনেক ভালো হচ্ছে। তরুণ কিছু মেধাবী আছে ওরা চমৎকার করছে। ওদের নিয়ে স্বপ্ন দেখি আরো ভালো করবে।’

ব্যক্তিজীবনটা এখন কেমন যাচ্ছে? শিমুল বলেন, ‘আমি খুবই ভালো আছি। আল্লাহর রহমতে ভালোভাবেই দিনগুলো কেটে যাচ্ছে। আশা করছি এভাবেই কাজের মধ্য দিয়ে কাটবে সামনে।’ শিমুল আরো বলেন, ‘‘কাজের মধ্যে আছি এই তো বেশ আছি। এসব নিয়ে এখন কিছু ভাবছি না। কখনো ভাবলে তবেই জানাবো। শিমুল সর্বশেষ সাইফুল ইসলাম মান্নু পরিচালিত ‘পুত্র’ চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ছিল নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত ‘একাত্তরের যিশু’। এরপর তিনি মতিন রহমানের ‘মহব্বত জিন্দাবাদ’, হুমায়ূন আহমেদের ‘শ্যামল ছায়া’, বেলাল আহমেদের ‘নন্দিত নরকে’, গিয়াস উদ্দিন সেলিমের ‘মনপুরা’ চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৯০ সালে মোরশেদ চৌধুরী রচিত ও বরকত উল্যাহ পরিচালিত ‘টেনশন’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে টিভি নাটকে শিমুলের অভিষেক ঘটে। এতে তার সহশিল্পী ছিলেন শমী কায়সার, জাহিদ হোসেন শোভন। পেপসির বিজ্ঞাপনে তিনি প্রথম মডেল হয়েছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads