• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

শোবিজ

স্যাটেলাইট বাবা!

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৮ ফেব্রুয়ারি ২০২০

গ্রামবাসীর নানা সমস্যার সমাধান করেন এজাজ। সরাসরি স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ করে আধুনিক প্রযুক্তির মাধ্যমে তিনি সমস্যার সমাধান বের করেন বলে তার দাবি। তাই সবাই তাকে স্যাটেলাইট বাবা বলে ডাকেন!

ধারাবাহিক নাটকের এমনই হাস্যরসাত্মক একটি চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা ডা. এজাজুল ইসলাম (এজাজ)। শফিকুর রহমান শান্তনুর রচনায় ‘চাঁদের হাট’ নামের নাটকটি পরিচালনা করছেন অনিরুদ্ধ রাসেল।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে গাজীপুরের পুবাইলে ধারাবাহিকটির শুটিং শুরু হয়েছে। প্রথম লটের কাজ চলবে টানা ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। ধারাবাহিকটির খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্র হচ্ছে ‘স্যাটেলাইট বাবা’। পর্দায় এই চরিত্রে দেখা যাবে ডা. এজাজকে। এই কাজটিতে তাকে ভিন্ন রকম গেটআপে দেখা যাবে। ‘চাঁদের হাট’-এ আরো অভিনয় করছেন সালাউদ্দিন লাভলু, সাজু খাদেম, রাশেদ সরকার অপু, নাজিরা মৌ, রুনা খান, নাবিলা ইসলামসহ অনেকে। আগামী এপ্রিল থেকে দীর্ঘ ধারাবাহিক নাটকটি বেসরকারি টেলিভিশনের পর্দায় প্রচার শুরু হবে।

অভিনয় শিল্পী, নির্মাতা কিংবা স্ক্রিপ্ট রাইটার কারো কাজের প্রতি আন্তরিকতা নেই। আজকাল সবাই দায়সারা কাজ করছেন বলে মনে করেন ডা. এজাজ। এই অভিনেতা বলেন, ‘একদিনে যদি একটি ধারাবাহিকের তিন পর্বের কাজ শেষ করতে হয়, সেখানে নির্মাতা ও শিল্পীর কাজের প্রতি আন্তরিকতা না থাকারই কথা। সবার চিন্তায় থাকে যেভাবে হোক কাজ শেষ করতে হবে। কাজের মান কেমন হচ্ছে সেটি বিবেচ্য বিষয় নয়। একই রকমভাবে পরিচালক যখন স্ক্রিপ্ট রাইটারকে বলেন একদিনে স্ক্রিপ্ট দিতে হবে তখন সেখানেও ভালো কিছু আশা করা যায় না। তিনিও দায়সারাভাবে স্ক্রিপ্ট লিখে দেন।’

 ডা. এজাজ আরো বলেন, ‘অভিনয় শিল্পী, নির্মাতা কিংবা স্ক্রিপ্ট রাইটার এই তিন ব্যক্তি যখন কাজের প্রতি আন্তরিক হবেন তখনই ভালো নাটক নির্মাণ সম্ভব হবে। দর্শক আমাদের সেই নাটকগুলোও গ্রহণ করবে।’

এদিকে বর্তমানে এ অভিনেতা বিভিন্ন চ্যানেলে প্রচার চলতি একাধিক ধারাবাহিকে কাজ করছেন বলে জানান। অভিনয়ের বাইরে এই অভিনেতা চিকিৎসা পেশার সঙ্গেও জড়িত রয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) নিউক্লিয়ার মেডিসিন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই কারণে সকালে মেডিকেল, বিকালে শুটিং আর সন্ধ্যায় গাজীপুরের নিজ চেম্বারে বসা এভাবেই চলছে তার প্রতিটি দিন। চাকরি এবং নিজ চেম্বারে প্রতিদিন বসার কারণে গাজীপুর ও পুবাইলের বাইরে তার শুটিং করার সময় মেলে না বলেও জানান।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads