• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

শোবিজ

রেশমি মির্জার পাঁচ গান

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২০ ফেব্রুয়ারি ২০২০

রেশমি মির্জা নতুন প্রজন্মের শিল্পীদের মধ্যে ভিন্ন ঘরানার গান গেয়ে নিজের আলাদা একটি অবস্থান তৈরি করার লড়াইয়ে ব্যস্ত। ২০১২ সালে অনুষ্ঠিত রিয়েলিটি শো ‘পাওয়ার ভয়েজ’র শীর্ষ দশে ছিলেন তিনি। তার প্রথম মৌলিক গান ছিল ‘নিন্দুকের মুখে পড়ুক ছাই’। গানটি লিখেছিলেন ইফতেখার সুজন এবং সুর সংগীত করেছিলেন মীর মাসুম।

পরে একটি প্রতিষ্ঠান থেকে তার নয়টি গান’সহ প্রথম একক অ্যালবাম ‘রেশিম ও মাটি’ প্রকাশিত হয়। কিন্তু যথাযতভাবে কর্তৃপক্ষের প্রচারণার অভাবে তার এই অ্যালবামটি সম্পর্কে শ্রোতা দর্শক খুব বেশি জানতে পারেনি বলে সেই প্রতিষ্ঠান থেকে রেশমি অ্যালবামটি ফেরত নিয়ে আসেন। এখন আবার নতুন করে পাঁচটি গানের মিউজিক ভিডিও করে টিএম মিউজিক থেকে প্রকাশ করতে যাচ্ছেন। আগের নয়টি গানের মধ্যে দুটো গান লিখেছিলেন গোলাম কবির রনি, রবিউল ইসলাম জীবন এব সাতটি গান লিখেছিলেন ইফতখোর সুজন। সুর সংগীত করেছিলেন মীর মাসুম।

আরো দুটি গান যুক্ত হয়েছে অ্যালবামটিতে। গান দুটো লিখেছেন অটমুনাল মুন ও জি এম জন। সুর করেছেন তারা নিজেরাই। দুটো গানেরই সংগীতায়োজন করেছেন মাসুম ওয়াহিদ। যে পাঁচটি গান টিম মিউজিকের ব্যানারে বাজারে আসবে সে গানগুলোর মধ্যে তিনটির মিউজিকব ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন এলান এবং দুটি নির্মাণ করেছেন শাহরিয়ার পলক।

গানগুলো এবং গানে নিজের ভাবনা নিয়ে রেশমি মির্জা বলেন, ‘আমার প্রথম অ্যালবামের যে পাঁচটি গান মিউজিক ভিডিও আকারে প্রকাশ হতে যাচ্ছে, প্রত্যেকটি গান নিয়েই আমি খুব আশাবাদী। খুব যত্নে করা হয়েছে প্রত্যেকটি গানই। যে কারণে প্রতিটি গান নিয়েই আমি আসলে আশাবাদী। যারা গানগুলোর জন্য সময় দিয়েছেন, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আর গানে আমার আদর্শ হচ্ছেন শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহ, শ্রদ্ধেয় রুনা লায়লা ও শ্রদ্ধেয় সাবিনা ইয়াসিমনি। এই প্রজন্মের শিল্পীদের মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে লুইপা ভাবীর গান। আরো ভালো লাগে কণা, ইমরান, বিন্দুকনা, ঐশীর গান।’

রেশমি মির্জা ইফতেখার চৌধুরী পরিচালিত ‘অ্যাকশন জেসমিন’ সিনেমাতেই প্রথম এবং শেষ প্লে-ব্যাক করেছিলেন। এরপর আর কোন সিনেমাতেই তার গান গাওয়া হয়ে উঠেনি। তার সর্বশেষ প্রকাশিত গান হচ্ছে জি-সিরিজ থেকে ‘ছুঁইয়াছি ছুঁইয়াছি’ গানটি। এটি লিখেছিলেন সোমেশ্বর অলি, সুর করেছিলেন লুৎফর হাসান এবং সংগীতায়োজন করেছিলেন আমজাদ হোসেন। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেন আমজাদ হোসেন।

রেশমি মির্জা তার বাবা ওস্তাদ গোলাম রসূলের কাছেই গানে তালিম নিয়েছেন। তার গ্রামের বাড়ি কুষ্টিয়া হলেও তার জন্ম খুলনায়। ২২ মে জন্ম নেয়া রেশমি মির্জা গানে গানেই জীবন পার করে দিতে চান। গান বাংলায় প্রচারিত ‘কমলায় নৃত্য করে’ এবং আরেকটি ‘তোমার ঘরে বসত করে’ গান গেয়েও রেশমি মির্জা বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads