• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

শোবিজ

প্রতি পোস্টে দুই কোটি টাকা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ২৫ ফেব্রুয়ারি ২০২০

কী সৌন্দর্য, কী অভিনয়, সবকিছুতেই একে অপরকে টেক্কা দেন বলিউড নায়িকারা। এই প্রতিযোগিতায় শেষ নয়। অর্থসম্পদ নিয়েও প্রতিযোগিতা চলে। ইনস্টাগ্রামে কার কত ফলোয়ার, এই নিয়েও হিসাব চলে। নতুন খবর হলো দীপিকা পাডুকোন, আলিয়া ভাটদের পেছনে ফেলে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার ধরে রেখেছেন প্রিয়াঙ্কা চোপড়া।

সম্প্রতি ইনস্টাগ্রামে জনপ্রিয় সেলেব্রিটিদের একটি তালিকা প্রকাশিত হয়েছে। সেখানে শীর্ষে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি।

দ্বিতীয় স্থানেই অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তিনি প্রথম ভারতীয় অভিনেত্রী, যার ইনস্টাগ্রামে ৫০ মিলিয়ন ফলোয়ার। বিরাটের ফলোয়ার ৫০.৪ মিলিয়ন। ফলোয়ার সংখ্যার ভিত্তিতেই ইনস্টাগ্রামের টাকার অঙ্ক নির্ধারিত হয়। যার ফলোয়ার যত বেশি, ইনস্টাগ্রামে ব্র্যান্ডের বিজ্ঞাপন করার জন্য তিনি তত বেশি টাকা পান।

ইনস্টাগ্রামে একটি পোস্টের জন্য প্রায় ১ কোটি ৯৪ লাখ টাকা পেয়ে থাকেন প্রিয়াঙ্কা। বিরাটের ফলোয়ার বেশি হলেও তার টাকার অঙ্ক এ ক্ষেত্রে কম, ১ কোটি ৪০ লাখ। ভারতীয়দের মধ্যে দীপিকা পাডুকোন রয়েছেন তৃতীয় স্থানে। ২০১৯ সালের ইনস্টাগ্রাম রিচ লিস্ট তালিকার শীর্ষে রয়েছেন কাইলি জেনার। পোস্টপ্রতি তিনি প্রায় ৯ কোটি টাকা পেয়ে থাকেন।

বহু বছর আগে থেকেই আমি এই কাজের চাপ নিয়ে চলেছি। কিন্তু আর কোনো চাপ নিতে রাজি নই আমি। ফলে আমার কাছে যারা কাজের প্রস্তাব নিয়ে আসেন, তাদের কাছে আমি নির্ভর হয়ে থাকতে চাই না। কথাগুলো বললেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ‘আমি এই মুহূর্তে এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছি, যেখান থেকে এখন সিদ্ধান্ত নিতে পারি, কোন ছবিটা আমি করব আর কোনটা করব না। ফলে এই মুহূর্তে আর কোনো রকম কাজের চাপ আমি নিতে চাই না।’

আমাজন স্টুডিওয়ের প্রযোজনায় নির্মিত হচ্ছে মা আনন্দ শীলার বায়োপিক। এতে শীলার চরিত্রে অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া। ছবিটি নির্মাণ করছেন ব্যারি লেভিনস। তবে হলিউড রিপোর্টারের তথ্যমতে, এ ছবিটির সহ-প্রযোজক হিসেবেও থাকছেন সাবেক মিস ইন্ডিয়া। মূলত আধ্যাত্মিক গুরু বলে পরিচিত ওশোর ব্যক্তিগত সচিব ছিলেন মা আনন্দ শীলা। তার জীবনের ওপরই নির্মিত হবে এই ছবিটি। নেটফ্লিক্সে একটি ডকুমেন্টারি ‘ওয়াল্ড ওয়াইল্ড কান্ট্রির মাধ্যমে প্রথমবার পর্দায় উঠে আসে মা আনন্দ শীলার গল্প। ১৯৮১ থেকে ১৯৮৫ আধ্যাত্মিক গুরু রজনীশ ওরফে ওশোর ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করেন মা আনন্দ শীলা। তিনি রজনীশপুরম আশ্রমের দায়িত্বেও ছিলেন। মার্কিন মুলুকে ছিল রজনীশের এই আশ্রম।

একসময় এই শীলার নেতৃত্বে রজনীশের অনুগামীরা মার্কিন মুলুকের সালাদ বার ও রেস্তোরাঁয় বিষ মেশানোর ঘটনায় জড়িয়ে পড়েন। অসুস্থ হয়ে পড়েন ৭৫০ জন মানুষ। ১৯৮৪ সালে ওরেগান প্রদেশে বায়োটেরর আক্রমণের জন্য দোষী প্রমাণিত হন শীলা। যেটা মার্কিন ইতিহাসে অন্যতম বড় আক্রমণ ছিল। এই ঘটনায় দোষী প্রমাণিত হয়েছিলেন শীলা, জেল হয়েছিল তার। পরে সবকিছু গুটিয়ে দেশে ফিরে আসেন রজনীশ। তবে জেল থেকে বের হওয়ার পর শীলাই আবার ফাঁস করেছিলেন নানান তথ্য। সেই শীলার ভূমিকাতেই দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। প্রিয়াঙ্কা অবশ্য আগেই এলেন ডিজেনার্সের টক শোয়ে গিয়ে ‘ওয়াল্ড ওয়াইল্ড কান্ট্রি’র বিষয় নিয়ে ছবি বানানোর কথা বলেছিলেন।

এই ছবিটি ছাড়াও প্রিয়াঙ্কা চোপড়াকে রমিন বাহরানির ‘দ্য হোয়াইট টাইগার’, রবার্ট রডরিগেসের ‘উই ক্যান বি হিরোস’ এবং ম্যাট্রিক্সের আগামী ছবিতেও দেখা যাবে।

২০০৩ সালে ‘দ্য হিরো: লাভ স্টোরি অব অ্যা স্পাই’ ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন প্রিয়াঙ্কা। তারপর ‘এতরাজ’, ‘ডন’, ‘ফ্যাশন’, ‘সাত খুন মাফ’, ‘বরফি’, ‘গুন্ডে’, ‘মেরি কম’ একের পর এক ছবিতে অভিনয়ের সুবাদে আজ এ নায়িকা পৌঁছে গিয়েছেন অন্য উচ্চতায়। সম্প্রতি অন্য আরেকটি হিন্দি ছবিতে কাজ করার কথা চলছে তার। সেই কাজ প্রসঙ্গেই নায়িকার বক্তব্য, ‘পেশাগত জীবনে আর চাপ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

উল্লেখ্য, শুধু বলিউডেই নয়, হলিউডেও ‘বেওয়াচ’ ছবিতে, ‘কোয়েন্টিকো’ ওয়েব সিরিজে কাজ করে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন প্রিয়াঙ্কা। ‘ভেন্টিলেটর’, ‘পানি’-র মতো ছবি প্রযোজনা করে জিতে নিয়েছেন জাতীয় পুরস্কার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads