• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

শোবিজ

অ্যাকশন-কন্যা মিম

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৫ ফেব্রুয়ারি ২০২০

জনপ্রিয় চিত্রনায়িকাদের একজন হলেন বিদ্যা সিনহা মিম। রোমান্টিক নায়িকা হিসেবে দর্শকদের কাছে বেশ পরিচিতি এই লাক্স তারকা। তবে এবার চিরচেনা সেই রূপ ভাঙতে যাচ্ছেন মিম। অভিনয় করেছেন অ্যাকশন-কন্যার ভূমিকায়। আর তাকে এই রূপে দেখা যাবে লাক্সের নতুন বিজ্ঞাপনে।

এ প্রসঙ্গে মিম বললেন, ‘লাক্স-এর নতুন একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করছি। ২২ ফেব্রুয়ারি এফডিসিতে এর শুটিং শুরু হয়েছে। বিজ্ঞাপনেও আমাকে নায়িকা হিসেবেই দেখা যাবে। আর তারই কিছু দৃশ্য ফেসবুকে প্রকাশ করেছি।’

জানা গেছে, বিজ্ঞাপনটি নির্মাণ করছেন সাবরিনা আইরিন। মিমের কস্টিউম ডিজাইন করেছেন নিশি।

বছরজুড়ে শুটিং, ফটোশুট নিয়েই কেটে যায় মিমের সময়। তবে অবসরের দেখা পেলেই পরিবারের সঙ্গে সময় কাটাতে ভোলেন না এই লাক্স তারকা। দেশে কিংবা বিদেশে মা-বাবা আর ছোট বোনকে সঙ্গে নিয়ে রিচার্জ করে নেন জীবনটাকে।

বর্তমান ব্যস্ততা নিয়ে মিম জানান, পরিচালক রায়হান রাফি প্রচারণার ‘ইত্তেফাক’ নামের একটি ছবিতেও অভিনয় করছেন। এখানে তার নায়ক হালের ক্রেজ সিয়াম আহমেদ। ছবিটির সর্বশেষ খবর সম্পর্কে মিম জানান, সিলেটের নানা লোকেশনে এর শুটিং হয়েছে। এখানে গ্রামের পাশাপাশি শহরের জীবনযাপনকে তুলে ধরা হবে। প্রেমের ছবি হলেও কিছু রাজনৈতিক বিষয় গল্পের ধারাবাহিকতায় উঠে এসেছে বলে জানান এই নায়িকা।

‘ইত্তেফাক’ দিয়ে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সিয়াম ও মিম। সহশিল্পী হিসেবে সিয়ামের প্রশংসা ঝরল মিমের কণ্ঠে। ‘অনেক ভালো লাগছে সিয়ামের সঙ্গে কাজ করে। সহকর্মী হিসেবে ও অসাধারণ। আশাবাদী আমাদের কেমিস্ট্রি পছন্দ করবেন দর্শক।’

মিম জানান, নতুন বছরে বেশ গুছিয়ে কাজের পরিকল্পনা করেছেন। এবারও সিনেমাতেই ফোকাস করবেন। তার ভাষ্য, ‘ভালো গল্প ও চরিত্র এবং ভালো মানের পরিচালক পেলে তবেই কাজ করব। সংখ্যায় কম হলেও ভালো মানের চলচ্চিত্র চাই। মানুষ মনে রাখবে এমন চলচ্চিত্র চাই। দিন শেষে কাজটাই তো একজন শিল্পীকে বাঁচিয়ে রাখে।’

অভিনয়ের বাইরে বর্তমানে বেশ কিছু স্টেজ শো নিয়েও ব্যস্ততা রয়েছে মিমের। অবসরে সময় কাটে পরিবারের সঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব মিম। অনেকেই অভিযোগ করেন ফ্রিতে ফেসবুক-ইনস্টাগ্রামে তারকাদের দেখার সুযোগ পায় সাধারণ মানুষ। এ জন্য তাদের প্রতি আবেদন বা আকর্ষণটা কমে যায়। টাকা দিয়ে টিকিট কেটে হলে গিয়ে সেসব তারকার সিনেমা দেখার ইচ্ছে হয় না দর্শকের। মিম সেই অভিযোগের বিপক্ষে।

তার মতে, ‘এটা একটা পুরোনো ধারণা মনে হয় আমার কাছে। এখন ২০২০ সাল। এ ধরনের ধারণার কোনো ভিত্তি আছে বলে মনে হয় না। বিশ্বজুড়েই তারকারা নানান সোশ্যাল সাইট ব্যবহার করছেন। সেখানে ছবি দিচ্ছেন, নিজেদের আপডেট রাখছেন। সেগুলো থেকেও কিন্তু ভক্ত তৈরি হচ্ছে। আমাদের ক্ষেত্রে তাহলে সমস্যা কী। বরং একজন তারকার কাছাকাছি থাকতে পারার ভালো লাগা থেকে দর্শকের মধ্যে ওই তারকার কাজ দেখার আগ্রহ জন্মায়। ভালো কাজ হলে সেটা মানুষকে নাড়া দেবেই।’

মিম জানান, মোবাইল ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করেন তিনি। সুযোগ পেলেই সেলফি তোলেন। সেসব ছবি মজার মজার সব ক্যাপশনে ফেসবুকে পোস্টও করেন। ছবি তোলা মিমের শখ, তবে সেটা মোবাইলেই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads