• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

শোবিজ

নাট্যদল পদক্ষেপের ৮ দিনব্যাপী নাট্য উৎসব

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৭ ফেব্রুয়ারি ২০২০

৩৪ বছর পূর্তি উপলক্ষে ‘ভাঙো সে দেয়াল প্রদীপের আলোয় যাহা আগুলিয়া রয়’- এই স্লোগানে আট দিনব্যাপী নাট্য উৎসব আয়োজন করেছে গাইবান্ধার স্বনামধন্য নাট্যদল পদক্ষেপ। গতকাল বুধবার গাইবান্ধার গোডাউন রোডে অবস্থিত দলটির নিজস্ব মঞ্চে এ উৎসব শুরু হয়। উৎসবে পদক্ষেপের ৩টি নাটকসহ ঢাকার ৩টি এবং রংপুর ও বগুড়ার দুটি দল অংশ নেবে।

নাট্যদল পদক্ষেপের ৮ দিনব্যাপী নাট্য উৎসবের প্রথম দিন মঞ্চস্থ হয় পদক্ষেপের নাটক ‘হনন’। বাবুল বিশ্বাসের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন মেহেদুল হক সুজন। আজ মঞ্চস্থ হবে ঢাকা থিয়েটারের নাটক ‘নিমজ্জন’। সেলিম আল দীনের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন নাসিরউদ্দীন ইউসুফ। ২৮ ফেব্রুয়ারি মঞ্চস্থ হবে প্রাচ্যনাটের ‘পুলসিরাত’। মনিরুল ইসলাম রুবেলের নাট্যরূপে নির্দেশনার দিয়েছেন তৌফিকুল ইসলাম ইমন। ২৯ ফেব্রুয়ারি বগুড়া থিয়েটারের নাটক ‘দ্রোহ’। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন তৌফিক হাসান ময়না।

১ মার্চ মঞ্চস্থ হবে প্রাঙ্গণেমোরের নাটক ‘হাছন জানের রাজা’। শাকুর মাজিদের রচনায় নির্দেশনা দিয়েছেন অনন্ত হীরা। ২ মার্চ পদক্ষেপের নাটক ‘শেষটা ভালো’। সঞ্জয় কুমারের রচনায় নির্দেশনা দিয়েছেন সঞ্জয় কুমার তপু। ৩ মার্চ সাইক সিদ্দিকীর রচনা ও নির্দেশনায় রংপুর নাট্যকেন্দ্রের নাটক ‘নিল ললিতার গীত’ প্রদর্শিত হবে। ৪ মার্চ উৎসবের শেষ দিন মঞ্চস্থ হবে পদক্ষেপের নাটক ‘কঞ্জুস’। তারিক আনাম খানের রূপান্তরে নির্দেশনা দিয়েছেন তুহিন চৌধুরী। নাটকগুলো প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে প্রদর্শিত হবে।

উৎসবের আহ্বায়ক মেহেদুল হক সুজন বলেন, জেলা শহরগুলোতে মঞ্চনাটকের চর্চার ক্ষেত্রে ভাটা পড়েছে। সে জায়গা থেকে পদক্ষেপ সাহসী পদক্ষেপ নিয়েই এত বড় একটি উৎসব করছে। আমরা ১৩ বছর ধরে নিজেদের অর্থায়নে ৩৫০ আসনের একটি আধুনিক নাটকের মঞ্চ করতে সক্ষম হয়েছি। এখনো বেশ কিছু কাজ বাকি। তরুণ প্রজন্মকে নিয়ে প্রতিনিয়ত আমরা নাটকের জন্য কিছু করার চেষ্টা করছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads