• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

শোবিজ

‘শেষটা একটু ভিন্নরকম’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৮ ফেব্রুয়ারি ২০২০

সম্প্রতি নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘শেষটা একটু ভিন্নরকম’। প্রভাত আহমেদের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন সুজন বড়ুয়া। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, পুণ্য রহমান, সমাপ্তী মাসুক, জান্নাতুল নাঈম এভ্রিল, সোহেল রানা, সাজ্জাদ ভূইয়া, রাজা হাসান প্রমুখ। এই নাটকের মাধ্যমে প্রথমবার নুসরাত ইমরোজ তিশার সাথে জুটি হলেন মডেল পূণ্য রহমান। টুংটাং এন্টারটেইনমেন্ট প্রযোজিত টেলিফিল্মটি আজ শুক্রবার রাত ৮টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে।

টেলিফিল্মের গল্পে দেখা যাবে, রফিক শীর্ষস্থানীয় একটি ডেভেলপার কোম্পানির শীর্ষ প্রকৌশলী। সুন্দরী স্ত্রী ও আধুনিক সচ্ছল জীবনের সুখের প্রতিচ্ছবি দেখে স্ত্রী লীনাসহ সবাই। কিন্তু বন্ধু রবিনের সাফল্য দেখে ছাইচাপা আগুনের দহনে পুড়ে মরছে রফিক। তার চেয়ে খারাপ রেজাল্ট করেও রবিন আজ একটি রিয়েল এস্টেট কোম্পানির মালিক, আর রফিক অন্যের কর্মচারী। এরই মধ্যে কোম্পানির এমডি হিসেবে দায়িত্ব নেন চেয়ারম্যানের মেয়ে ফারজানা জেরিন। জেরিন রফিকের কর্মদক্ষতায় মুগ্ধ। কর্মক্ষেত্রে জেরিনের আচরণে রফিক ধরে নেয় এমডি তার উপর বিশেষ দুর্বল। চোখের সামনে উপরে ওঠার সিঁড়ি নয়, স্বয়ংক্রিয় লিফট দেখতে পায় সে। জেরিনের সাথে বিয়ে হলে নিমিষেই সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে। কিন্তু এ লিফটের সামনে বিশাল দেয়াল তার স্ত্রী লীনা। ‘কিছু পেতে হলে কিছু ত্যাগ করতে হয়’ বন্ধু রবিনের এই যুক্তিকে মুক্তির পথ মনে করে লীনাকে হত্যার সিদ্ধান্ত নেয় সে এবং একটি সুপরিকল্পিত হত্যার ছকে কন্টাক্ট দেয় জ্যাকিকে। এরপর কী হয় জানতে হলে দেখতে হবে সাসপেন্সে ভরপুর ‘শেষটা একটু ভিন্নরকম’ টেলিফিল্মটি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads