• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

শোবিজ

অপূর্ব—তানহা জুটি

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৮ ফেব্রুয়ারি ২০২০

তিনি সিনেমার নায়িকা। নাম তানহা তাসনিয়া। এখন পর্যন্ত মুক্তি পেয়েছে তিনটি সিনেমা। তবে বিশেষ বিশেষ দিবসে নাটক-টেলিফিল্মে কাজ করেছেন তিনি। প্রবল আগ্রহ, ভালো গল্পের ওয়েব সিরিজে কাজ করার। এর আগে ছোটপর্দার বেশ কজন জনপ্রিয় অভিনেতার বিপরীতে অভিনয় করলেও এই সময়ের টিভি নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর বিপরীতে কাজ করার সুযোগ হয়নি তার। সেই সুযোগটিই হয়ে গেল গুণী নাট্যকার, পরিচালক ও অভিনেতা সোহেল আরমানের নির্দেশনায় একটি নাটকে কাজের মধ্য দিয়ে। আগামী ঈদের জন্য একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের জন্য সোহেল আরমান তার নিজের রচনায় নির্মাণ করেছেন ‘মিথ্যে প্রেম’ নামের একটি নাটক।

নাটকের গল্প প্রসঙ্গে সোহেল আরমান জানান, গল্পে বিয়ে থেকে নিজেকে বাঁচানোর জন্য তানহা অপূর্বকে তার সঙ্গে মিথ্যে প্রেম করার জন্য অনুরোধ করে। কিন্তু একসময় তানহা সত্যি সত্যিই অপূর্বর প্রেমে পড়ে যায়। কিন্তু মিথ্যে প্রেম কী আর সত্যি প্রেমে পরিণত হতে পারে? তাই জানতে হলে চোখ রাখতে হবে নাটকটি প্রচারের আগ পর্যন্ত।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে জিয়াউল ফারুক অপূর্ব বলেন, ‘সোহেল ভাইয়ের নির্দেশনায় এর আগেও অনেক নাটকে কাজ করেছি। যেহেতু তিনি নিজেই নাটক রচনা করেন, তাই নিজের মতো করেই একটি চমৎকার গল্প বলার চেষ্টা করেন। তার গল্পটাই প্রাণ। আর নির্মাতা হিসেবেও অসাধারণ, যে কারণে গল্পটা শিল্পীদের অভিনয়ের মধ্য দিয়ে আরো প্রাণবন্ত করে তোলেন। তানহা আমার সঙ্গে প্রথম কাজ করেছে। তার অভিনীত নীল চরিত্রটি বেশ ভালোভাবেই ফুটিয়ে তোলার চেষ্টা করেছে।’

তানহা বলেন, ‘মিথ্যে প্রেম নাটকটি একটি রোমান্টিক সেড গল্পের নাটক। আমি আমার চরিত্রটি যতটা ভালোভাবে ফুটিয়ে তোলা সম্ভব, সেই চেষ্টাটাই করেছি। সোহেল ভাইয়ের নির্দেশনায় প্রথম কাজ করেছি। অনেক যত্ন নিয়ে কাজ করেন তিনি। মূলকথা সোহেল ভাই এবং অপূর্ব ভাইয়ের ভীষণ সহযোগিতায় আমি আমার চরিত্রটি যথাযথভাবেই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করছি নাটকটি দর্শক বেশ আগ্রহ নিয়েই উপভোগ করবে।’

তানহা অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ছিল নীরবের বিপরীতে রফিক শিকদারের ‘ভোলাতো যায়না তারে’। এরপর তিনি শাকিব খানের সঙ্গে শফিক হাসানের ‘ধূমকেতু’ সিনেমায় ও সর্বশেষ আরিফিন শুভর বিপরীতে জাকির হোসেন রাজুর ‘ভালো থেকো’ সিনেমায় অভিনয় করেন। সোহেল আরমান পরিচালিত অপূর্ব অভিনীত জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে ‘আমার হূদয় তোমার’,‘ অবশেষে বৃষ্টি’, ‘সঙ্গে নিও’, ‘প্রেম দূত’ ইত্যাদি। তানহা জাহিদ হাসানের বিপরীতে ‘ভুল থেকে ফুল’,‘ গল্প সেই’, এফএস নাঈমের সঙ্গে ‘লাভ ইজ ব্লাইন্ড’ নিলয়ের সঙ্গে ‘যে পাখি ঘর বোঝেনা’।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads