• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

শোবিজ

পারভেজ-নেহা কাক্কারের ‘নেশা নেশা’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৪ মার্চ ২০২০

হঠাৎ করেই বড় চমক দিলেন জনপ্রিয় গায়ক পারভেজ সাজ্জাদ। প্রায় আট বছর আগে পারভেজ ও ভারতের এই সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কাক্কার একটি সিনেমার গানে ‘প্লে-ব্যাক’ করেছিলেন। কিন্তু সিনেমাটির নির্মাণকাজ শেষ হয়নি, আলোর মুখও আর দেখেনি। তাই বলে একটি সুন্দর গানের তো আর মৃত্যু হতে পারে না। সেই ভাবনা থেকে পারভেজ ও ডিজে আকস উদ্যোগী হয়ে প্রায় আট বছর আগের সেই গানটি প্রকাশ্যে নিয়ে এলেন।

নেহা কাক্কার তখন আজকের নেহা কাক্কার হয়ে ওঠেননি। পারভেজও তখন সংগীতাঙ্গনে নিজের মেধা বিকাশে ব্যস্ত। সেই সময়ে এই গান যথাযথভাবে প্রকাশিত হলে হয়তো এই গান এত দিনে দর্শকের কাছে অনেক জনপ্রিয় একটি গানে পরিণত হতে পারত। পারভেজ-নেহা কাক্কারের মতো অনেক গানই এভাবে আলোর মুখ দেখে না। পারভেজ বুদ্ধিমান বলেই গানটি যেভাবেই হোক প্রকাশ্যে আনলেন। আর তাতে করে নিজের মৌলিক গানের তালিকায় আরো একটি ভালো গানের সংযোজন হলো। তা-ও আবার ভারতের নেহা কাক্কারের সঙ্গে। ‘নেশা নেশা’ শিরোনামর এই গানটি লিখেছেন প্রদীপ সাহা, যার মধ্যে বেদের মেয়ে জোছনা’ সিনেমার ‘বেদের মেয়ে জোছনা আমায় কথা দিয়েছে’ গানটির ছায়াও আছে। গানটির সুর সংগীত করেছেন ডিজে আকস।

গানটি প্রসঙ্গে পারভেজ সাজ্জাদ বলেন, ‘সত্যি বলতে কী নেহা কাক্কারের জীবনের প্রথম বাংলা গান নেশা নেশা। একটি সিনেমায় প্লে-ব্যাক সং হিসেবে গানটিতে আমরা দুজন কণ্ঠ দিয়েছিলাম। কিন্তু নানান কারণে সিনেমাটি আর আলোর মুখ দেখেনি। তাই গানটিও আলোর মুখ দেখেনি। কিন্তু একটি গানের তো এভাবে মরণ হতে পারে না। তাই আমি আর ডিজে আকস উদ্যোগী হয়ে গানটি প্রকাশ করি। এই গান প্রকাশের মধ্য দিয়ে আমি একটি কথাই বেশ জোরালোভাবে বলতে চাই, আমাদের রাজধানীসহ দেশের নানান প্রান্তে যখন যেখানেই যে অনুষ্ঠানই হোক না কেন, যেন বাংলা গানই বারবার বেজে ওঠে। আমার একটাই লক্ষ্য বাংলা গানকে আমাদের মাঝে ফিরিয়ে আনা। তাই আলোর মুখ না দেখতে পারা আরো একটি মৌলিক গান সবার জন্য উপহার হিসেবে নিয়ে এলাম। শিগগিরই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।’

আপাতত ‘সাউন্ডক্লাউডডটকম’ এ ডিজেআকসঅফিসিয়াল—এ ‘নেশা নেশা’ গানটি শ্রোতারা শুনতে পাবেন। ২০১৯ সালে দুটি জনপ্রিয় গান পারভেজ উপহার দিয়েছেন, একটি ডিজে শাহরিয়ার ফিচারিং পারভেজের ‘আজ পাশা’ এবং অন্যটি ডিজে রাহাত ফিচারিং পারভেজের  ‘ফোক ম্যাশ আপ’। গেল ভালোবাসা দিবসে ক্রাউন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হলো শোয়েব চৌধুরীর কথা ও সুরে ‘আকাশ আমি দেখিনা’ গানটি। এর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তাজুল ইসলাম।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads