• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯

শোবিজ

জেসিয়ার হালচাল

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৫ মার্চ ২০২০

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নুড গেটআপে হাজির হন সাবেক মিস বাংলাদেশ জেসিয়া ইসলাম। তবে এবার পুরোপুরি ভিন্নরূপে হাজির হলেন তিনি। সম্প্রতি তার পোস্ট করা একটি ভিডিওতে সুইমিংপুলে নাচতে দেখা গেছে তাকে। ভিডিওটি নিজেই শেয়ার করেছেন জেসিয়া। এতে দেখা গেছে, সুইমিংপুলে নেমে নাচছেন জেসিয়া। তার সঙ্গে ছিল আরেক তরুণী। ভিডিওটি পোস্টের পরপরই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এরপর সমালোচনার ঝড় ওঠে জেসিয়াকে নিয়ে। অনেকেই তার বিরুদ্ধে সংস্কৃতি নষ্টের অভিযোগ এনেছেন। তবে তাতে পাত্তা দেননি জেসিয়া। তিনি কাজের খাতিরেই এটি করেছেন বলে জানান। এরই মধ্যে আরেকটি ছবিতে তাকে দেখা গেছে সিগারেট হাতে। এ ছাড়া অন্য একটি ভিডিওতে বিকিনি পরে গোসল করতে দেখা যায় জেসিয়াকে।

তিন বছর আগে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের চ্যাম্পিয়ন মুকুট অর্জন করেন জেসিয়া ইসলাম। এর আগে মডেলিং করতেন। প্রতিযোগিতার পরও বিভিন্ন পণ্য প্রতিষ্ঠানের স্থিরচিত্রের মডেল হন। এরই মধ্যে টুকটাক নাটকে অভিনয় করলেও এখন অভিনয়কে পেশা হিসেবে নিতে চান তিনি। জেসিয়া অভিনীত প্রথম নাটকের নাম ‘ছবি প্রতিচ্ছবি’। জেসিয়া জানান, ‘অভিনয়ে তিনি অনেক বেশি মনোযোগী হতে চান। জেসিয়া বলেন, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার পর আমার আসলে যেভাবে কাজ করা উচিত ছিল, সেভাবে করতে পারিনি। অনেকটা সময় পার হয়ে গেছে। কিছুদিন ধরে মনে হচ্ছে কাজের মাত্রা আরেকটু বাড়ানো উচিত। অনেকে অভিনয়ের জন্য যোগাযোগও করছেন। তাই সিরিয়াস হয়েছি।’

বর্তমান ব্যস্ততা সম্পর্কে এই মডেল বলেন, ‘তিন বছরে আমি সব মিলিয়ে ছয়টি নাটকে অভিনয় করেছি, যা একেবারেই কম। আমি এখন একটি ধারাবাহিকের টানা কাজ করছি। মাতিয়া বানু শুকুর মতো বড় মাপের একজন পরিচালকের সঙ্গে এই নাটকে কাজের সুযোগ পেয়েছি। আরেকটি খণ্ড নাটকের শুটিংও করছি। “বর্ণপরিচয়” নামের এই নাটকের পরিচালক তুহিন খান। আর আমার সহশিল্পী নাঈম।’

সজল আহমেদ পরিচালিত একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন জেসিয়া। গল্প ও পরিচালক পছন্দ হলেই বড়পর্দায় অভিনয় করবেন বলে জানান।

সালমানের সঙ্গে সম্পর্কের ব্যাপারে জেসিয়া বলেন, ‘আমাদের দুই বছরের সম্পর্ক ছিল। একটা পর্যায়ে ভুল-বোঝাবুঝি তৈরি হয়। তাই সম্পর্কটা টিকিয়ে রাখতে পারিনি। এটা দুজনেরই দোষ। একটা সময় মনে করতাম, সালমান প্রতারণা করেছে। এখন মনে করি, যা হওয়ার আমার ভালোর জন্যই হয়েছে। আমার জীবনে ওই ঘটনা না ঘটলে স্ট্রং হতাম না, আবেগপ্রবণই থেকে যেতাম। ইমোশনালি আমি এখন ম্যাচিরউড ফিল করি। তখন তো আমি উত্তেজিত হয়ে ভাঙচুর করেছিলাম।’

মডেলিং থেকে নাটক। দুই মাধ্যমেই বিস্তর ফারাক আছে বলে মনে করেন জেসিয়া। বলেন, ‘একটু কঠিনই মনে হচ্ছে। দুই মাধ্যমে দুই ধরনের ব্যক্তিত্ব বজায় রাখতে হয়। আমি অভিনয়দক্ষতা বাড়ানোর চেষ্টা করছি। নাটকের অভিনয়টা একটু ডিফিকাল্ট, কারণ মডেলিং থেকে আমার পুরো পারসোনাল শিফট করতে হয়।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads