• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
‘জনক ৭১’-এ নাবিলা

সংগৃহীত ছবি

শোবিজ

‘জনক ৭১’-এ নাবিলা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৬ মার্চ ২০২০

একটা সময় অভিনয় তার কাছে ছিল নেশা, আর সময়ের পরিক্রমায় এখন অভিনয়ই তার পেশা। তিনি নাবিলা ইসলাম। ছোটপর্দার এই সময়ের দর্শকপ্রিয় ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন তিনি। মাসজুড়েই তার খণ্ড নাটক, টেলিফিল্ম এবং ধারাবাহিক নাটকে ব্যস্ত রয়েছে। পরিচালকদের তাকে নিয়ে কাজ করারও আগ্রহ বাড়ছে প্রতিনিয়ত। যে কারণে কিছু কিছু চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়েরও সুযোগ পাচ্ছেন তিনি। ঠিক তেমনি একটি চ্যালেঞ্জিং কাজ স্বাধীনতা দিবসের বিশেষ নাটক ‘জনক ৭১’।

এরই মধ্যে নাটকটি নির্মাণের কাজ শেষ হয়েছে বলে জানান নাবিলা ইসলাম। এই নাটকে তিনি ইরফান সাজ্জাদের বিপরীতে অভিনয় করেছেন। গল্পে দেখা যাবে এক সময় সাজ্জাদকে মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য মূলত নাবিলাই অনুপ্রেরণা জোগান। এই নাটকে নাবিলা ইসলাম সহশিল্পী হিসেবে পেয়েছেন বরেণ্য অভিনেতা তারিক আনাম খানকে।

নাটকটিকে অভিনয় প্রসঙ্গে নাবিলা ইসলাম বলেন, ‘আমার সৌভাগ্য যে কিছু ভালো ভালো গল্পে এখন কাজ করার সুযোগ পাচ্ছি। ভালো গল্পে ভালো চরিত্রে কাজ করার সুযোগ পেলে অভিনয়ে নিজের মেধাকে কাজ লাগানোর সুযোগ থাকে। ‘জনক ৭১’ আমার জন্য ঠিক তেমনি একটি কাজ। ধন্যবাদ পরিচালক জুবায়ের ইবনে বকর ভাইকে আমাকে এমন একটি চমৎকার গল্পে কাজ করার সুযোগ করে দেবার জন্য। নাটকটিকে সহশিল্পী হিসেবে পেয়েছি কিংবদন্তী অভিনেতা শ্রদ্ধেয় তারিক আনাম খানকে। তার সঙ্গে অভিনয় করার প্রতিটি মুহূর্ত আমি ভীষণ উপভোগ করি। অনেক কিছুই শেখার সুযোগ থাকে তারসঙ্গে অভিনয় করার সময়টাতে। সত্যি বলতে কী তিনি এমন অভিজ্ঞ একজন অভিনেতা তার কোন কথা থেকে যে আমি, আমরা অভিজ্ঞতা অর্জন করি তা হয়তো তিনিই নিজেই জানে না। তার মতো একজন অভিনয়ের ইনস্টিটিউশনের সঙ্গে অভিনয় করতে পারাটা সত্যিই সৌভাগ্যের বিষয়। ‘জনক ৭১’ আশা করছি দর্শকের কাছে ভীষণ উপভোগ্য হয়ে উঠবে।’

জানা যায় আগামী স্বাধীনতা দিবসে নাটকটি আরটিভিতে প্রচার হবে। এদিকে গতকাল নাবিলা ইসলাম রাজধানীর অদূরে পূবাইলে সকাল আহমেদ পরিচালিত ‘ভদ্রপাড়া’ ধারাবাহিকের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। এরই মধ্যে নাবিলা ইসলাম নতুন কিছু ধারাবাহিক নাটকের কাজ শুরু করেছেন। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মেহেদী হাসান মুকুলের ‘খুব পেইনে আছি’, সৈয়দ শাকিলের ‘ফান ফ্যাক্টরি ট্যুর’,‘ বদরুল আনাম সৌদের ‘লুকোচুরি লুকোচুরি গল্প’, নজরুল ইসলাম রাজুর ‘বাকেরখানি’। এছাড়াও রূপক বিন রউফের ‘ইগো ভার্সেস লাভ’, ইমাম খানের ‘৪৯ দিনের সংসার’ খণ্ডনাটকের কাজ শেষ করেছেন।

নাবিলা ইসলাম প্রতিনিয়তই সিনেমাতে কাজ করার প্রস্তাব পান। কিন্তু মনেরমতো গল্প এবং চরিত্র পাচ্ছেন না বিধায় এখনো সিনেমায় কাজ করা হয়ে উঠছে না তার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads