• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

শোবিজ

‘মাকসুদের অভিযোগ ভিত্তিহীন’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৯ মার্চ ২০২০

বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) বর্তমান কমিটিকে ‘অবৈধ ও বেআইনি’ হিসেবে ‘মাকসুদ ও ঢাকা’ ব্যান্ডের দলনেতা মাকসুদুল হকের অভিযোগকে প্রত্যাখ্যান করেছে এ সংগঠন।

এর আগে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সংগঠনকে ‘অবৈধ ও বেআইনি’ হিসেবে অভিযোগ তুলে সংগঠনের কার্যনির্বাহী পরিষদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানান মাকসুদ। তিন দিন পর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেই অভিযোগ প্রত্যাখ্যান করেছে বামবা।

সংগঠনের সভাপতি হামিন আহমেদ স্বাক্ষরে পাঠানো এক সংবাদ বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, ‘বামবার বর্তমান কার্যনির্বাহী পরিষদ সংগঠনটির জন্মলগ্ন থেকেই অনুমোদিত সমঝোতা স্মারক ও সমিতি নিবন্ধ নীতিমালা অনুযায়ী বৈধ। মাকসুদুল হক বর্তমান কার্যনির্বাহী পরিষদ সম্পর্কে যে অবৈধতার অভিযোগ করেছেন তা একেবারেই ভিত্তিহীন ও অজ্ঞতার শামিল।’

১৯৮৭ সালে ফিডব্যাক, সোলস, রেনেসাঁ, মাইলসসহ ১৪টি ব্যান্ডের সমন্বয়ে সংগঠনটি আত্মপ্রকাশ করার পর ১৯৮৮ সালে প্রথম সভাপতির দায়িত্ব পান তৎকালীন ফিডব্যাক’র লিড ভোকালিস্ট মাকসুদ; সবশেষ ১৫ বছর ধরে কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে ছিলেন তিনি।

কার্যনির্বাহী পরিষদ থেকে মাকসুদ সরে দাঁড়ালেও তার নেতৃত্বাধীন ‘মাকসুদ ও ঢাকা’ ব্যান্ড বামবার সাধারণ সদস্য হিসেবে থাকবে কি না তা ব্যান্ডের সদস্যের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads