• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

শোবিজ

ছয় বছর পর সিনেমায় হোমায়রা হিমু

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৯ মার্চ ২০২০

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী হোমায়রা হিমুর অভিনয়ের ভিতটা একটু শক্তই বলা চলে। কারণ অভিনয়ে তার আসা মঞ্চ থেকে। একসময় মঞ্চ নাটকেই বেশি দেখা যেত তাকে। কিন্তু টিভি নাটকে অভিনয় করে জনপ্রিয় হয়ে ওঠার কারণে এখন আর মঞ্চ নাটকে একেবারেই দেখা যায় না বললেই চলে। টিভি নাটকে অভিনয় নিয়েই এখন বেশি ব্যস্ত হোমায়রা হিমু। তবে মাঝে মাঝে হিমুকে সিনেমাতে অভিনয়েও দেখা যায়। তার অভিনীত দর্শকপ্রিয় সিনেমা হলো মোরশেদুল ইসলাম পরিচালিত ‘আমার বন্ধু রাশেদ’। সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছিলেন হিমু।

এই সিনেমাটি ২০১১ সালে মুক্তি পায়। পরবর্তীতে হিমু চিত্রনায়ক ফেরদৌস প্রযোজিত ও অভিনীত ‘এক কাপ চা’ সিনেমায় সর্বশেষ অভিনয় করেন। এটি ২৮ নভেম্বর ২০১৪ সালে মুক্তি পায়। এরপর আর নতুন কোনো সিনেমায় হিমুকে দেখা যায়নি। হিমুর ভাষ্যমতে, বেশ কয়েকটি সিনেমাতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু সবকিছু মিলিয়ে ব্যাটে বলে মেলেনি বিধায় তার আর এই গেল অর্ধযুগে সিনেমাতে অভিনয় করা হয়ে ওঠেনি। দীর্ঘ ছয় বছর পর হিমু আবারো নতুন একটি সিনেমায় অভিনয় করলেন। সিনেমার নাম ‘তোরে কত ভালোবাসি’। সিনেমাটি নির্মাণ করছেন দেওয়ান নাজমুল। এই সিনেমাতে তার বিপরীতে অভিনয় করেছেন ছোটপর্দার আরেক দর্শকপ্রিয় অভিনেতা সাব্বির আহমেদ।

সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে হোমায়রা হিমু বলেন, ‘তোরে কত ভালোবাসি’ সিনেমার গল্প এবং আমার চরিত্র ভীষণ ভালো লেগেছে আমার। সিনেমাটিতে আমার চরিত্রে চমক আছে। দর্শকের ভালো লাগবে আশা করি। দেওয়ান নাজমুল ভাই অনেক গুণী একজন নির্মাতা। তার নির্দেশনায় কাজ করেও ভালো লেগেছে। বেশ গুছিয়ে যত্ন নিয়ে তিনি কাজ করেন। সবচেয়ে বড় কথা একজন শিল্পীকে যথাযথ সম্মান দিয়ে তিনি তার মতো করে কাজ আদায় করে নেন।

হিমু নতুন নতুন ধারাবাহিক নাটকেও নিয়মিত অভিনয় করছেন। নাগরিক টিভিতে প্রচার চলতি ধারাবাহিক মাতিয়া বানু শুকু পরিচালিত ‘গোল্লাছুট’, একই চ্যানেলে প্রচার চলতি ধারাবাহিক ‘আদালত’ ও বৈশাখী টিভিতে প্রচার শুরু হওয়া দোদুল পরিচালিত ‘স্বপ্ন আড্ডা’, একুশে টিভিতে প্রচার চলতি হারুন পরিচালিত ‘ইষ্টিকুটুম’ ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছেন তিনি। হিমুকে সর্বশেষ মঞ্চে অভিনয়ে দেখা যায় ২০০৮ সালে জামাল উদ্দিন হোসেনের নির্দেশনায় ‘খাঁচা ভিতর অচীন পাখি’ নাটকে। ‘নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল’র হয়ে তিনি মঞ্চে নিয়মিত অভিনয় করতেন তিনি। ছয় বছর আগে হিমু ‘ভালোবাসি অথবা বাসি ভালো’ নামের একটি নাটক প্রযোজনাও করেছিলেন তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads