• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

শোবিজ

লন্ডনে আটকে গেছেন ফাহমিদা নবী

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০১ এপ্রিল ২০২০

বিশ্বজুড়ে করোনা ভাইরাসের আক্রমণ বেড়েই চলেছে। বাড়ছে মৃত্যুর সংখ্যা। যুক্তরাষ্ট্রে গত কয়েক দিনে করোনা আক্রান্তের সংখ্যা সব দেশকে ছাড়িয়ে গেছে।

মহামারী রূপে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রকোপে যুক্তরাজ্যের লন্ডনে আটকে আছেন কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। ছোটবোন অন্তরা কাছে বেড়াতে গিয়ে ঢাকায় ফিরতে পারছেন না তিনি।

ফাহমিদা নবী বলেন, ‘মন তো এলোমেলো হয়ে আছে। ঢাকায় ফিরতে পারছি না, আটকে গেছি লন্ডনে। কবে ফিরতে পারবো নিজের দেশে জানি না।’

ফাহমিদা নবী আরো বলেন, ‘মনে হচ্ছে কবে যেতে পারবো ঢাকায়? কবে এই মহাবিপদ থেকে পুরো বিশ্ব মুক্তি পাবে? এই মুহূর্তে কী চাই, আর কী চাই না ঠিক জানি না। গৃহবন্দি থাকছি, স্বজ্ঞানে। তাই নিজেকে মানসিকভাবে ব্যস্ত রাখতে সকাল থেকে রাত পর্যন্ত নানানভাবে ব্যতিব্যস্ত রাখছি। কখনো রান্না করছি, কখনো টিভি দেখছি।’

কোয়ারেন্টাইনে থাকা প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘এমন এক ক্রান্তিলগ্নে, কে কখন এই ভাইরাসের রাহুতে পড়ে যাচ্ছে, কেউ জানি না! তাই সাবধানে থাকতে হচ্ছে। সচেতন হয়ে নিজেকে এক ঘরে করে রাখতে হচ্ছে। চাইলেও কেউ বলবে না বেড়াতে আসো বাসায়। কেউ বলবে না তুমি ভীষণ অসামাজিক হয়ে গেছ।’

অনেক লন্ডনপ্রবাসী তার খবর নিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এ শিল্পী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads