• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

শোবিজ

৭০-এ পা রাখছেন আলমগীর

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৩ এপ্রিল ২০২০

বাংলা চলচ্চিত্রের নক্ষত্রসম অভিনেতা নায়ক আলমগীর আজ ৭০ বছর পূর্ণ করছেন। এ বছর দিনটিকে বিশেষভাবে উদযাপনের পরিকল্পনা ছিল তার। কিন্তু বিশ্বব্যাপী করোনা ভাইরাসের বিপর্যন্ত অবস্থায় তিনি তার সেই পরিকল্পনা থেকে দূরে সরে এসেছেন। বিগত বেশ কিছুদিন যাবত তিনি রাজধানীর আসাদগেটে নিজ বাসাতেই নিরাপদে অবস্থান করছেন। করোনা ভাইরাসের কারণে আজ আলমগীর তার জন্মদিনে ঘরে বসেই সময় পার করবেন বলে জানালেন।

১৯৫০ সালের ৩ এপ্রিল আলমগীরের জন্ম হয় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজে। তার শৈশব-যৌবন কেটেছে তেজগাঁও এলাকায়। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বরেণ্য এই নায়ক তার জন্মদিন প্রসঙ্গে বলেন, ‘যেহেতু এবার আমি ৭০ বছর পূর্ণ করতে যাচ্ছি, তাই এবার পরিকল্পনা ছিল দিনটি বিশেষভাবে উদযাপনের। কিন্তু বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে বিশ্বমানবতা আজ হুমকির সম্মুখীন। আমরা সবাই এমন একটি শত্রুর সাথে যুদ্ধ করছি প্রতিনিয়ত যে শত্রুকে আমরা আসলে দেখতে পাচ্ছি না। তাই এই যুদ্ধটা অনেক কঠিন এক যুদ্ধ। যে কারণে আমাদের সবাইকে ঘরে থেকেই নিরাপদে থেকে এই ভাইরাসকে মোকাবিলা করতে হবে। বারবার হাত ধুতে হবে। সরকারের বিধিনিষেধ আন্তরিকতার সাথে মেনে চলতে হবে। তাহলেই আমরা এই যুদ্ধে জয়ী হতে পারব ইনশাআল্লাহ। আর আমি সবার জন্য দোয়া করছি যেন সবাই তার পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকেন, সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমিও আমার পরিবারকে নিয়ে ভালো থাকি।’

আপনার অবস্থান থেকে নিশ্চয়ই সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন এই দুর্যোগে যারা কষ্টে আছেন? এমন প্রশ্নের জবাবে আলমগীর বলেন, ‘বছরজুড়েই আমি আমার সাধ্যমতো চলচ্চিত্র এবং চলচ্চিত্রের বাইরে অনেক মানুষকে সহযোগিতা করে থাকি। আর করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে অবশ্যই সহযোগিতা করছি। তবে সহযোগিতা আমি কাকে করি, কীভাবে করি তা জানাতে কখনোই আগ্রহী ছিলাম না, এখনো নই। আমি জেনে বুঝে সাধ্যমতো সহযোগিতা করছি। আল্লাহ তাদের নিশ্চয়ই ভালো রাখবেন, ইনশাআল্লাহ।’

২০১৮ সালে নায়ক আলমগীর সর্বশেষ ‘একটি সিনেমার গল্প’ সিনেমা নির্মাণ করেন। সিনেমাটিতে অভিনয় করেছিলেন আলসমগীর, সাদেক বাচ্চু, আরিফিন শুভ, ঋতুপর্ণা, সাবেরী আলমসহ আরো অনেকে। এই সিনেমাতেই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী রুনা লায়লার একজন সুরকার হিসেবে অভিষেক ঘটে। সুরকার হিসেবে অভিষেক হয়েই তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও ভূষিত হন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads