• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

শোবিজ

কোয়ারেন্টাইন টিপস দিলেন নিশো

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৬ এপ্রিল ২০২০

পুরো বিশ্ব এখন করোনায় কাঁপছে। বাংলাদেশেও ক্রমে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। তাই এই ভাইরাসের সংক্রমণ রুখতে বাসায় গৃহবন্দি হয়ে জীবন যাপন করছেন রাজধানীসহ দেশের অধিকাংশ মানুষ। গৃহবন্দি হয়েই দিন কাটাতে হচ্ছে শোবিজ তারকাদেরও।

গৃহবন্দির এ সময়টাতে কী করছেন বাংলাদেশের নাটকের জনপ্রিয়  অভিনেতা আফরান নিশো? নিশো জানালেন, খুব যে ভালো যাচ্ছে তা কিন্তু নয়। প্রতিনিয়ত টেনশনে যাচ্ছে সময়। করোনা পরিস্থিতি কেমন টিভিতে সে খবর দেখছেন প্রতিনিয়ত। এ ছাড়াও করোনা পরবর্তী পৃথিবী কেমন হবে সেটা নিয়েও চিন্তা করছেন নাটকের এ তারকা।

এই অবসরে নিশো কী করছেন? নিশো বলেন, ‘ঘুমোচ্ছি আর সিনেমা দেখছি। তবে আমি মনে করি, সবার সচেতন হওয়া ছাড়া আর কোনো অপশন আমাদের হাতে নেই।’

তবে ঘরে থাকলেও সবার জন্য একটা পরামর্শ দিলেন নিশো। বললেন, ‘ঘরে শুধু বসে বসে দিন কাটলে তো বোরিং লাগবে। তাই কিছু করা উচিত। আর ইমিউনিটি বাড়াতে পারে- এমন জিনিস খাওয়া উচিত। বাড়িতেই হালকা ব্যায়াম করা দরকার।’

আফরান নিশো নাটক, টেলিফিল্ম, ওয়েব সিরিজ এককথায় ছোটপর্দায় নিজের ঝলক দেখাচ্ছেন। দীর্ঘদিন ধরে ক্যামেরার সামনে নিজেকে ভাঙছেন-গড়ছেন। দর্শকের কাছে এই সময়ে যে কজন অভিনেতা শীর্ষে আছেন তাদের মধ্যে নিশো অন্যতম। চরিত্রের সঙ্গে সহজেই মিশে যাওয়া একজন অভিনেতা। প্রয়াত হুমায়ুন ফরীদি এই অভিনেতার আইডল বলে জানান। এমন অনেক গুণী অভিনেতার অভিনয় দেখে নিজেকে তৈরি করে আসছেন তিনি। নিশো বলেন, ‘আমি ক্যারিয়ারের শুরু থেকে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করছি।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads