• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
কেমন কাটছে কনার দিন?

সঙ্গীত শিল্পী কনা

সংগৃহীত ছবি

শোবিজ

কেমন কাটছে কনার দিন?

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৩ এপ্রিল ২০২০

গেলো ২০ মার্চ থেকে রাজধানীর খিলগাঁওতে বাবা দৌলত উল্যাহ ও মা লুৎফুন্নাহারকে সঙ্গে নিয়ে নিজেদের বাসায় নিরাপদে সময় কাটাচ্ছেন সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কনা। এই সময়ে ঘরের সব কাজও নিজেই করছেন বলে কনা জানান।

তিনি জানান, ঘরের সবধরনের কাজই তিনি বেশ আগ্রহ নিয়েই বিগত ২৫দিন যাবত করে যাচ্ছেন, তাতে তার কোনই ক্লান্তি নেই। কাপড় ধুয়া, ঘর মুছা, টুকটাক রান্না করা’সহ যাবতীয় কাজ তিনি আগ্রহ নিয়ে করছেন। আবার নিয়মিত নামাজও পড়ছেন। পেশাগতভাবে সঙ্গীত জীবন নিয়ে ব্যস্ত হবার পর এই জীবনে এতো দীর্ঘ অবসর সময় মিলেনি কনার জীবনে। তাই বাবা মায়ের সঙ্গে নিভৃতে সময়টাও উপভোগ করার চেষ্টা করছেন তিনি।

তবে কনা জানান এই দীর্ঘ পঁচিশ দিনে তিনি করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমবেত’ভাবে পাঁচটি গানও গেয়েছেন তিনি ঘরে বসেই। গানগুলো লিখেছেন কবির বকুল, আসিফ ইকবাল, শাওন’সহ আরো দু’জন। গানগুলোর সুর সঙ্গীত করেছেন অদিত, নিধি, সন্ধি, পাভেল। দিলশাদ নাহার কনা জানান টকেনোলজির সর্বোচ্চটুকু ব্যবহার করেই তিনি গান গাইছেন, সময় পার করছেন।

এদিকে পহেলা বৈশাখ উপলক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যা ৭ থেকে ৮টা পর্যন্ত একটি রেডিওতে সরাসরি অংশগ্রহন করবেন তিনি। কনা জানান বাসায় বসেই তিনি সরাসরি এই অনুষ্ঠানে অংশগ্রহন করবেন। একদিন পর ১৫ এপ্রিল কনার জন্মদিন। এবারের জন্মদিন নিয়ে কোন পরিকল্পনা নেই। ঘরে বসেই সময় কাটবে কনার।

কনা বলেন,‘ সত্যি বলতে কী চারিপাশে আসলে কোন সুখ নেই। তাই নিজের জন্মদিন নিয়েও তেমন কোন ভাবনা নেই। শুধূ একটি কথাই বলতে চাই, পৃথিবী খুব তাড়াতাড়ি করোনা মুক্ত হোক, আমরা যেন নতুন পৃথিবীতে নতুন করে বাঁচতে পারি। সবাই নিজের ঘরেই থাকুন, নিরাপদে থাকুন, নিজের পরিবারকে নিরাপদে রাখুন, অন্যকেও নিরাপদে রাখুন। আর সবার জন্য দোয়া রইলো যেন আল্লাহ সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন। আমাদের জন্যও দোয়া করবেন।’

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads