• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
মা, বোন ও ভাইয়ের পাশে সমাহিত হলেন এন্ড্রু কিশোর

সংগৃহীত ছবি

শোবিজ

মা, বোন ও ভাইয়ের পাশে সমাহিত হলেন এন্ড্রু কিশোর

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৫ জুলাই ২০২০

শেষ ইচ্ছানুযায়ী জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরকে রাজশাহীতে মা, বোন ও ভাইয়ের কবরের পাশে সমাহিত করা হয়েছে।  

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর নগরীতে অবস্থিত খ্রিস্টান ধর্মাবলম্বীদের কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

এর আগে সকাল ৯টায় তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘর থেকে নেয়া হয় রাজশাহী সিটি চার্চে। সেখানে শেষকৃত্যানুষ্ঠান শেষে সর্বজন মানুষ শ্রদ্ধা জানান।

এসময় রাজশাহীসহ দেশের বিভিন্নস্থান থেকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ আসেন তাকে শ্রদ্ধা জানাতে। শেষ শ্রদ্ধা জানান তার ভক্ত ও অনুরাগীরা।

ক্যানসারের সঙ্গে পরাজিত হয়ে গত ৬ জুলাই রাজশাহীতে বোনের বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন এন্ড্রু কিশোর।

টানা ৯ মাস সিঙ্গাপুরে চিকিৎসাধীন থেকে গত ১১ জুন এয়ার অ্যাম্বুলেন্সযোগে দেশে ফিরেছিলেন এন্ড্রু কিশোর। তারপর থেকে রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় বোন ডা. শিখা বিশ্বাসের বাসা ও ক্লিনিকে থেকে চিকিৎসা নিচ্ছিলেন এই শিল্পী। শিল্পীর দুলাভাই ক্যানসার বিশেষজ্ঞ ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাসের তত্ত্বাবধানে ছিলেন তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads