• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
ঈদে ‘বুড়ো জামাই’ হয়ে আসছেন জাহিদ হাসান

সংগৃহীত ছবি

শোবিজ

ঈদে ‘বুড়ো জামাই’ হয়ে আসছেন জাহিদ হাসান

  • সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২১ জুলাই ২০২০

পরিবারের কাউকে না জানিয়ে হঠাৎ বিয়ে করে বাড়িতে জামাই নিয়ে হাজির হয় রহমান সাহেবের মেয়ে দিয়া। হঠাৎ বিয়ে নিয়ে কারও কোন কথা না থাকলেও কাঁচাপাকা চুল-দাড়িওয়ালা ফরহাদকে জামাই হিসেবে পরিবারের কেউ মানতে পারছেন না। বাড়িতে আসেন রহমান সাহেবের আরও দুই মেয়ে ও মেয়ে জামাই। তারাও মানতে পারে না ছোট বোনের এমন বুড়ো জামাইকে।

এদিকে বুড়ো জামাই ফরহাদকে দেখেই ক্ষেপে যান দিয়ার ফুপু রেশমী। কারণ এক সময় এই ফরহাদই বিয়ের জন্য তাকে দেখতে এসেছিল। “বুড়ো জামাই” নিয়ে একের পর এক পরিবারের মধ্যে শুরু হয় অশান্তি। পরিবারের কেউ চায় না ফরহাদের হাতে দিয়া কে তুলে দিতে। কিন্তু নাছোরবান্দা ফরহাদ তার বউকে নিয়েই যাবে। এ নিয়ে পুরো বাড়িতে শুরু হয় হুলস্থুল কান্ড।

এভাবেই এগিয়ে চলে জাকির হোসেন উজ্জল রচিত “বুড়ো জামাই” নাটকের গল্প। হানিফ খান ও আহমেদ রোহান রুবেলের পরিচালনায় ৭ পর্বের এ ধারাবাহিকটিতে বুড়ো জামাই চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। অন্যান্যদের মধ্যে কেয়া পায়েল, সাজু খাদেম, আরফান আহমেদ, মনিরা মিঠু, মানসি প্রকৃতি, অনুভব, মমিন বাবু, আনিসুর রহমান ও চাদনী অভিনয় করেছেন।

নাটকটির পরিচালক হানিফ খান জানান, ঈদ-উল আজহায় ৭ পর্বের এ ধারাবাহিক নাটকটি বৈশাখী টেলিভিশনে প্রচারিত হবে। ঈদের আগের দিন থেকে প্রতিদিন রাত ৯ টা ২০ মিনিটে নাটকটি প্রচার হবে বলে জানান হানিফ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads