• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

শোবিজ

পরিণত দীঘি

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২২ সেপ্টেম্বর ২০২০

প্রার্থনা ফারদিন দীঘি। যদিও নতুন করে পরিচয় না করিয়ে দিলেও চলে। সেই ছোট্ট ‘ময়না পাখি’ এখন অনেক বড় হয়ে গেছেন। মাঝখানে পড়াশোনার জন্য অভিনয় থেকে বিরতি নেন দীঘি। এখন পড়ছেন উচ্চমাধ্যমিকে। এর মধ্যেই নায়িকা হয়ে আসছেন তিনি। হাতে রয়েছে একাধিক ছবির কাজ।

সর্বশেষ আট বছর আগে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘ছোট সংসার’ সিনেমায় অভিনয় করেছিলেন এ তারকা। এরপর আর ক্যামেরার সামনে দাঁড়ানো হয়নি। দীর্ঘ বিরতির পর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই'’ ছবির মধ্য দিয়ে লাইট-ক্যামেরায় ফিরলেন দীঘি। বিরতির পর ফেরা নিয়ে দীঘি বলেন, ‘এতদিন পর হলেও আমার কাছে কোনো কিছু নতুন মনে হচ্ছে না। আগে শিশু চরিত্রে অভিনয় করেছি, এখন নায়িকা চরিত্রে শুধু এতটুকুই পার্থক্য।

‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবি সম্পর্কে এ তারকা বলেন, ‘গত মাস থেকে এর শুটিং শুরু হয়েছে। চলতি মাসেই এর শুটিং শেষ হবে। এ ছবিতে আমি ও শান্ত স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করছি। অভিনয়ের কারণেই শান্তর সঙ্গে আমার সখ্যতা তৈরি হয়েছে। টিমের সবাই আমাকে খুব আপন করে নিয়েছেন। বিশেষ করে ছবির পরিচালক শামীম আহমেদ রনি ও সহপরিচালক পুজন আমাকে যথেষ্ট সহযোগিতা করছেন।’

এখন থেকে চলচ্চিত্রে নিয়মিত হবেন দীঘি। বলেন, ‘আশা করছি এখন থেকে সিনেমায় নিয়মিত অভিনয় করব। এমন পরিকল্পনা নিয়েই কাজ শুরু করেছি। ইতিমধ্যে একটি সিনেমার শুটিং চলছে। এটি শেষ হলে কাজী হায়াতের ‘জোগ্য সন্তান’ ছবির কাজ শুরু হবে। এরপর শাপলা মিডিয়ার আরেকটি ছবিতে কাজ করব। এর বাইরেও একাধিক ছবিতে অভিনয়ের কথা রয়েছে। সব মিলিয়ে ৫টির মতো ছবি আমার হাতে রয়েছে।’

এ পর্যন্ত অসংখ্য ছবির প্রস্তাব পেয়েছেন দীঘি। কিন্তু একক সিদ্ধান্তে কোনো ছবিতে অভিনয় করতে নারাজ দীঘি। বলেন, ‘সরাসরি আমার কাছে কোনো প্রস্তাব আসে না। প্রথমে বাবার কাছে প্রস্তাব আসে। এরপর বাবা ভেবে দেখেন। সত্যি বলতে, মায়ের মৃত্যুর পর বাবাই আমার সব সিদ্ধান্ত নেন। তবে তার আগে বিষয়টি আমাকে জানান। এরপর বাবা-মেয়ে দুজনে বসে সিদ্ধান্ত নিই। তারপর ছবিতে চুক্তিবদ্ধ হই। বাবা আমার ওপর কোনো কিছু চাপিয়ে দেন না।’

ছোটবেলার স্মৃতি রোমন্থন করতে গিয়ে দীঘি বলেন, ‘ছোটবেলার সেই অভিনয়ের দিনগুলো খুব মনে পড়ে। একটুও ভুলিনি, সবই আমার মনে আছে। সেই সময়ের কাজগুলো মাঝেমধ্যে দেখা হয়। যতই দেখি ততই ভালো লাগে। তখন আমার যে জনপ্রিয়তা তৈরি হয়েছিল আশা করছি এখনো দর্শকদের মন জয় করতে পারব।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads