• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯

শোবিজ

মমর নীলু

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৯ অক্টোবর ২০২০

নিজের অভিনয় গুণে ক্রমেই আলোচনার কেন্দ্রবিন্দু দিয়ে এগুচ্ছেন লাক্সকন্যা জাকিয়া বারী মম। ভক্ত ও কাছের মানুষের প্রশংসার সুবাদে মম নিজেও ভিন্ন ভিন্ন ও চ্যালেঞ্জিং চরিত্র বেছে নিচ্ছেন। চেষ্টা করছেন সেসব চরিত্রের সঙ্গে মিশে গিয়ে অভিনয় করতে। মম জানান, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত একজন অভিনেত্রী হিসেবে অভিনয়ের প্রতি দায়বদ্ধতা থেকেই মূলত সমাজের মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে প্রায়ই ভিন্ন ধরনের গল্পের নাটক, চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেন মম। ঠিক তেমনি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নীলু’। বর্তমান নারী সামাজিক প্রেক্ষাপটে নারীর আত্মরক্ষার প্রশিক্ষণ অতিজরুরি এই বিষয়টিকে উপজীব্য করেই চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে বলে জানান মম। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এতে মম যে ধরনের অ্যাকশনধর্মী নারী চরিত্রে অভিনয় করেছেন, তার আগে তাকে কখনো এ ধরনের চরিত্রে অভিনয় করতে দেখা যায়নি। ‘নীলু’ চলচ্চিত্রটি রচনা ও পরিচালনা করেছেন ভিকি জাহেদ। চলচ্চিত্রটি ইউটিউবে প্রকাশের পর থেকেই নীলু চরিত্রে অভিনয়ের জন্য বেশ প্রশংসিত হচ্ছেন মম। এ প্রসঙ্গে মম বলেন, ‘চলচ্চিত্রটি অবমুক্ত হওয়ার পর থেকেই অনেকেই আমাকে অভিনন্দন জানাচ্ছেন। ভিকি জাহেদের সঙ্গে এটি ছিল আমার প্রথম কাজ। আসলে কাজ ভালো হওয়া অনেক কিছুই নির্ভর করে শিল্পী এবং পরিচালকের মধ্যে টিম ওয়ার্কের ওপর। তাই নীলুর পুরো কৃতিত্ব নীলুর পুরো টিমের। অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা পুরো টিমের প্রতি। আর যারা নীলু দেখে আমাকে অনুপ্রেরণা দিচ্ছেন তাদের প্রতিও আন্তরিক ধন্যবাদ। আপনাদের অনুপ্রেরণা আমাকে আরো ভালো ভালো কাজ করার জন্য মনে অনেক সাহস জোগায়।’

এদিকে মম এরই মধ্যে সাগর জাহানের নির্দেশনায় শেষ করেছেন ‘মন দরজা’ নাটকের কাজ। এতে তার বিপরীতে আছেন মোশাররফ করিম।

মম সুন্দর তো বটেই এবং একজন আপাদমস্তক পেশাদার অভিনেত্রী। ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার বিজয়ী হয়েছিলেন জাকিয়া বারী মম। সেবারের লাক্স-চ্যানেল আই সুপারস্টার পুরস্কারের পাশাপাশি ঘোষিত পুরস্কার ছিল হুমায়ূন আহমেদের উপন্যাস ‘দারুচিনি দ্বীপ’ নিয়ে নির্মিত চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ। সেই সুযোগ পুরোপুরি কাজে লাগিয়েছিলেন মম।

তারপর থেকে অভিনয় করেছেন অসংখ্য নাটক ও চলচ্চিত্রে। ২০১৮ সালে পার করে এসেছেন অভিনয়জীবনের এক যুগ। অভিনয়জীবনের এক যুগ পার করে ১৩তম বছরটি শুরু করেছেন।

ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন বাদ দিয়ে একটা দারুণ ক্যারিয়ার পার করে এসেছেন এই অভিনেত্রী। অভিনয় করেছেন অসংখ্য একক ও ধারাবাহিক নাটকে। চলচ্চিত্রও আছে হাফ ডজন। জয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও মেরিল-প্রথম আলো পুরস্কারসহ বিভিন্ন সম্মানজনক স্বীকৃতি। এতকিছুর পরও মমর কাছে এই ক্যারিয়ার মাত্র ১২ বছরের এক কিশোরীর মতো। সামনে আরো বিস্তর পথ বাকি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads