• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯

শোবিজ

শঙ্কা কাটেনি সৌমিত্রকে নিয়ে

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ২৪ অক্টোবর ২০২০

করোনামুক্ত হওয়ার এক সপ্তাহ হয়ে গেলেও শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ ও আশঙ্কা কাটছে না ফেলুদাখ্যাত বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। শারীরিক অবস্থা খানিকটা স্থিতিশীল থাকলেও মঙ্গলবার রাত থেকে স্নায়ুজনিত সমস্যায় ভুগছেন তিনি।

হাসপাতাল সূত্রের খবর, স্টেরয়েডের ডোজ কমানোর পরই আচ্ছন্ন ভাব বেড়ে গেছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের। শুধু তা-ই নয়, প্রবীণ এই অভিনেতার মস্তিষ্কের চেতনাও নাকি হ্রাস পেয়েছে। আর তাইতো আবারো তার জন্য নতুন করে গঠন করা বিশেষ মেডিকেল বোর্ডে যোগ করা হয়েছে পাঁচ স্নায়ুরোগ বিশেষজ্ঞকে।

চিকিৎসকের বরাতে কলকাতার গণমাধ্যম বলছে, কয়েকদিন ধরেই উচ্চমাত্রার স্টেরয়েড দেওয়া হচ্ছিল সৌমিত্র চট্টোপাধ্যায়কে। তাই খানিকটা সুস্থ হতেই অভিনেতার স্টেরয়েডের মাত্রা কমানো হয়েছিল। স্টেরয়েড ছাড়া মাথা কেমন কাজ করে, সেটাই দেখার অপেক্ষায় ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসার দায়িত্বে থাকা ডা. অরিন্দম কর পরিচালিত মেডিকেল টিমটি।

কিন্তু সেখানেই শুরু হয় সমস্যার সূত্রপাত। যদিও সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক কোনো সমস্যার এখন পর্যন্ত দেখা মেলেনি। তার হার্ট, কিডনি, লিভার সবই সঠিকভাবে কাজ করছে বলেও জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসকরা।

গত ৬ অক্টোবর করোনায় আক্রান্ত হয়ে সৌমিত্র ভর্তি হয়েছিলেন বেলভিউ হাসপাতালে। শুরুর দিকে তার শারীরিক পরিস্থিতি স্বাভাবিক থাকলেও পরবর্তীকালে তার আচমকাই অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এরপর তাকে যথাযথ চিকিৎসা দেওয়ায় তার করোনা রিপোর্ট নেগেটিভ এলেও বর্তমানে তার শারীরিক অবস্থা অবনতির দিকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads