• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
জয়া আহসানের ‘ওসিডি’

সংগৃহীত ছবি

শোবিজ

জয়া আহসানের ‘ওসিডি’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২২ জানুয়ারি ২০২১

তার নামটাই পরিচয়ের জন্য যথেষ্ট। তিনি জয়া আহসান। জয়া আহসান নিঃসন্দেহে তার প্রজন্মের সেরা অভিনেত্রী। শুধু তার প্রজন্ম বলাটাও ভুল হবে। তার পরবর্তী প্রজন্মের দিকে তাকালেও তিনিই শীর্ষে থাকেন। তাকে অনুসরণ করে অভিনয়ে পথ চলতে চান অন্য অভিনেত্রীরা। যেন জয়া অভিনয়ের জীবন্ত এক তারা। তার সুনিপুণ অভিনয়ে মুগ্ধ দেশের মানুষ। প্রশংসায় পঞ্চমুখ সিনে সমালোচকরা। শুধু কি বাংলাদেশেই, কলকাতায়ও জয়ার অবস্থান প্রথম সারিতে। সেখানকার নির্মাতা-প্রযোজক এবং দর্শকদের কাছে জয়া আহসানের চাহিদা একদম ওপরের দিকে। একের পর সফল ও দর্শকনন্দিত সিনেমায় অভিনয় করে নিজেকেই ছাড়িয়ে যাচ্ছেন তিনি। কলকাতার সিনেমা নিয়েই এখন জয়া আহসানের বেশি ব্যস্ততা। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ঢাকায় থাকার পর অবশেষ কলকাতায় গিয়ে একের পর নতুন ছবিতে চুক্তিবদ্ধর খবর দিচ্ছেন তিনি। সম্প্রতি কলকাতার আরো একটি ছবিতে চুক্তি বদ্ধ হলেন জয়া। নাম ‘ওসিডি’। এটি পরিচালনা করছেন সৌকর্য ঘোষাল। একই পরিচালকের ‘ভূতপরী’ ছবিতেও অভিনয় করেছেন জয়া আহসান। ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। জানা গেছে, নতুন এই ছবিটি নির্মিত হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার ওসিডি রোগে আক্রান্ত এক নারীকে ঘিরে। ওসিডি এক ধরনের মানসিক রোগ, যাকে মনরোগের পরিভাষায় বলা হয় সবচেয়ে জটিল ধরনের অ্যাংজাইটি নিউরোসিস। এই ধরনের রোগীরা নিজের ইচ্ছের বিরুদ্ধে বিশেষ কোনো চিন্তাকে বারবার মনে করে থাকে। এই ছবিতে জয়া ছাড়া আরো অভিনয় করবেন অনুসুয়া মজুমদার, কৌশিক সেন, কণিনিকা বন্দ্যোপাধ্যায়সহ আরো অনেকে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এর দৃশ্যধারণ শুরু হবে। জয়া আহসানের ক্যারিয়ার শুরু হয় ছোটপর্দা দিয়ে। তিনি বহু নাটক, টেলিফিল্মে অভিনয় করেছেন। মডেল হয়েছেন অনেক বিজ্ঞাপনের। জয়ার অভিনীত ধারাবাহিক নাটকগুলোর মধ্যে রয়েছে-‘এনেছি সূর্যের হাসি’, ‘শঙ্খবাস’, ‘আমাদের ছোট নদী’, ‘কফি হাউজ’, ‘দরজার ওপাশে’, ‘লাবণ্য প্রভা’, ‘মানুষ বদল’ ও ‘সম্পর্কের গল্প’ ইত্যাদি। এছাড়া তিনি ‘হাটকুঁড়া’, ‘জাল’, ‘জননীর কান্না’, ‘কুহক’, , ‘আমাদের গল্প’ এবং ‘তারপরেও আঙুরলতা নন্দকে ভালোবাসে’ ইত্যাদি একক নাটকে অভিনয় করেছেন জয়া।

গুণী এই অভিনেত্রীর চলচ্চিত্রে অভিষেক হয় ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’ সিনেমা দিয়ে। জয়া বরাবরই সময় নিয়ে সিনেমা করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads