• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

শোবিজ

বিতর্কিত মিথিলা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৮ এপ্রিল ২০২১

সদ্য অনুষ্ঠিত ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ আসরে সেরার মুকুট জয়ী হয়েছেন তানজিয়া জামান মিথিলা। মুকুট মাথায় নেওয়ার পর থেকেই বিতর্ক পিছু ছাড়ছে না তার। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে, বিশেষ সহায়তা নিয়ে মিস ইউনিভার্স বাংলাদেশ হয়েছেন তিনি। এমন অভিযোগের তির যখন মিথিলার দিকে, তখনই নতুন করে সমালোচনার জন্ম দিলেন এই সুন্দরী। এর আগে পুরুষের নগ্ন ভিডিও ধারণ করে ফেসবুকে প্রকাশ করেছিলেন তিনি। অনেকে অভিযোগ করছেন নিজেকে ভাইরাল করতেই এটি করেছিলেন। তবে এ ঘটনায় ক্ষমা চেয়েছেন মিথিলা।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে ক্ষমা চান তিনি। অবশ্য পরে সেই স্ট্যাটাসটি ‘হাইড’ করে ফেলেন।

মিথিলা গণমাধ্যমকে জানান, ‘আমি যেটাই করেছি ভুল করেছি। আমি মাফ চাইছি। মানুষ ভুল করে এটাই স্বাভাবিক। কেউ ভুল করে যদি মাফ চায় তারপর তো আর প্যাঁচানোর কিছু নেই। মানুষ ছোট থাকতে বা অনেকে না বুঝে ভুল করে ফেলে। মানুষ যদি কারো কাছে মাফ চায় সেখানে আমরা মাফ করে দিতেই পারি।’ যে পুরুষের ভিডিওচিত্র ধারণ করা হয়েছিল তাকে কাছের বন্ধু বলে দাবি করেছেন মিথিলা। তিনি বলেন, ‘ও যদি বিষয়টাকে হয়রানি মনে না করে তাহলে মানুষ কেন আমাকে বিচার করবে যে, আমি হয়রানি করেছি তাকে। তার পরও আমি মাফ চেয়েছি।’

আগামী ১৬ মে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ‘মিস ইউনিভার্স ২০২০’ প্রতিযোগিতার মূল মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মিথিলা। তার আগেই একের পর এক বিতর্ক উঠছে তাকে নিয়ে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads